আইপিএলে আজ মুখোমুখি চেন্নাই-কলকাতা, কেমন হতে চলেছে দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলের পঞ্চদশ তম আসরের শুভসূচনা হতে চলেছে আজ। আজকের ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স বিরোধিতা করবে পরস্পরের বিরুদ্ধে। একদিকে রবীন্দ্র…

Avatar

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ আইপিএলের পঞ্চদশ তম আসরের শুভসূচনা হতে চলেছে আজ। আজকের ম্যাচে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স বিরোধিতা করবে পরস্পরের বিরুদ্ধে। একদিকে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস অন্যদিকে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স। উল্লেখ্য, মেগা নিলামে ১২.২৫ কোটি টাকা খরচ করে নতুন অধিনায়ক কিনেছে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), রবিন উথাপ্পা, এমএস ধোনি (উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, শিবম দুবে, মিচেল স্যান্টনার, ক্রিস জর্ডান, তুষার দেশপান্ডে

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য শক্তিশালী একাদশ: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, রিংকু সিং, মোহাম্মদ নবী, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), টিম সাউদি, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব।

পিচ রিপোর্ট: চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যেখানে ম্যাচের দ্বিতীয় অংশে ব্যাটিং করার জন্য ব্যাটসম্যানরা সুবিধা পেয়ে থাকেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিগত দিনের রেকর্ড অনুযায়ী এই মাঠে গড় রান ১৬৭।