ক্রিকেটখেলা

বাংলাদেশ T-20 তে Asia-XI এ ভারতের পাঁচ সদস্য, থাকছে না কোনো পাকিস্তানি ক্রিকেটার

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতির জনক “বঙ্গবন্ধু” শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন বছরে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ আয়োজন করতে চলেছে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১৮ই মার্চ ও ২১শে মার্চ বাংলাদেশের রাজধানী ঢাকায়।

সেই উপলক্ষে অনেকেই হয়তো মনে করেছিলেন যে এশিয়া একাদশ দলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের একসাথে খেলতে দেখা যেতে পারে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে বিসিসিআই। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকছে না এশিয়া একাদশ দলে। এমনিতেই ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে তার উপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুপার সিরিজ এর প্রস্তাবকে পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক ফ্লপ অ্যাখ্যা দেওয়ায় খুশি নয় বিসিসিআই।

আরও পড়ুন : রাহুল দ্রাবিড়ের সাথে সাক্ষাত সৌরভের, বৈঠকে আলোচনা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়া একাদশ দলে ভারত থেকে পাঁচ জন ক্রিকেটার থাকবেন কিন্তু কোন পাঁচ জন সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি। যেটা জানা যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার এবং রোহিত শর্মাকে এই সিরিজের জন্য প্রেরণ করা হবে। এদের মধ্যে থেকে পাঁচ জন খেলবে।

Related Articles

Back to top button