নিউজ

Railway Ticket: ভুলে টিকিট ছাড়াই ট্রেন সফর, এই নিয়ম মানলে বেঁচে যাবেন বড় শাস্তির হাত থেকে

Advertisement
Advertisement

দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমকে জুড়েছে রেলপথ (Indian Railways)। ভারতীয় রেল পরিষেবা বিশ্বে যেমন সর্ববৃহৎ, তেমনি যথেষ্ট বিখ্যাতও বটে। প্রতিদিন কোটি কোটি মানুষ রেল পরিষেবার সুবিধা নিয়ে থাকেন। দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেন সফরের খরচ এবং সময় কম হওয়ায় বহু মানুষই ভরসা করেন রেলের উপরে। তবে দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ট্রেনের টিকিটের খরচ কম হলেও ব্যস্ততার মাঝে অনেক সময় টিকিট কাটার কথা খেয়াল থাকে না। তারপর ধরা পড়লে হয় আরেক ভোগান্তি।

Advertisement
Advertisement

টিকিট না কেটে ট্রেন সফর করতে গিয়ে ধরা পড়লে বড়সড় বিপদ নাচে কপালে। মোটা টাকার জরিমানার পাশাপাশি জেলও হতে পারে বিনা টিকিটে সফর করা যাত্রীর। তবে ভয় পাওয়ার কারণ নেই। টিকিট কোনো কারণে কাটা না হলেও যদি রেলের এই নিয়মটি মানা হয়, তাহলে আর জরিমানা বা জেলের ভয় থাকবে না। কী সেই নিয়ম? বিস্তারিত ভাবে জানানো হল প্রতিবেদনে।

Advertisement

ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তরফে ভারতীয় রেলওয়ের বিশেষ কিছু নিয়মের ব্যাপারে জানানো হয়েছে। সেখানেই জানানো হয়েছে কিছু বিশেষ নিয়মের ব্যাপারে যেগুলি মেনে চললে টিকিট কোনো কারণে না কাটা থাকলেও কোনো রকম সমস্যা বা শাস্তির মুখে পড়তে হবে না যাত্রীকে। কেউ যদি বিনা টিকিটে ট্রেনে উঠেও পড়েন, তাহলে ট্রেনের ভেতর থেকেই টিকিট সংগ্রহ করা যাবে। প্রথমেই টিকিট পরীক্ষকের কাছে গিয়ে বলতে হবে পরিস্থিতির কথা।

Advertisement
Advertisement

টিকিট পরীক্ষকের কাছে থাকা মেশিন থেকেই টিকিট দেওয়া যাবে। তবে এর জন্য টিকিটের দামের সঙ্গে অতিরিক্ত ২৫০ টাকা দিতে হবে জরিমানা। টিকিট পরীক্ষকের কাছে যে মেশিনটি থাকে তার সঙ্গে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের সার্ভার যুক্ত থাকে। যাত্রী যখন কোনো টিকিট কাটেন তখন তা রেলের সার্ভারে বৈধ টিকিট হিসেবে ইস্যু হয়ে যায়। পাশাপাশি কোনো আসন ফাঁকা রয়েছে কিনা সেটাও এই মেশিনে দেখা যায়। কোনো যাত্রীর নাম ওয়েটিং লিস্টে থাকলে টিকিট পরীক্ষকের কাছে গিয়ে টিকিট দেখিয়ে কনফার্ম করে নেওয়া যায়।

Related Articles

Back to top button