Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2023: ‘KKR সম্মান করতে জানে না’, ৬ বছর কলকাতায় খেলা রবীন উথাপ্পার কাছে প্রিয় দল চেন্নাই

Updated :  Wednesday, May 24, 2023 4:53 PM

প্লে-অফের প্রথম ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা বুঝিয়ে দিলেন আসলে কলকাতা নাইট রাইডার্স কেমন। ছোট্ট একটি টুইট বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন এই প্রাক্তনী। তিনি বুঝিয়ে দিলেন, কলকাতা নাইট রাইডার্স কোন ক্রিকেটারের সম্মান করতে জানে না।

ঘটনার সূত্রপাত হয় চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আগে। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবীন উথাপ্পা ছোট্ট একটি টুইট করেন। যেখানে তিনি তার ছেলের সাথে চেন্নাই সুপার কিংসের জার্সি পরে একটি ছবি শেয়ার করেন। পাশাপাশি ওই ছবির ক্যাপশনে লেখেন, ”চলো চেন্নাই”। তার সেই পোস্ট ঘিরে দেখতে না দেখতেই শুরু হয় জল্পনা। সেই পোস্টের নীচে এক টুইটার ব্যবহারকারী লেখেন, “একটা, দুটো মরশুমে চেন্নাইয়ের হয়ে খেলে তাদের কাছে নিজেকে বিক্রি করে দিলেন? কলকাতার জন্য তো কখন এমন সমর্থন করতে দেখিনি আপনাকে।”

মূলত ওই সমর্থকের সেই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। ভারতীয় ক্রিকেটার রবীন উথাপ্পা সেই পোষ্টের উত্তর দিতে গিয়ে বড়সড়ো একটি মন্তব্য করেছেন। যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন তিনি। নেটিজেনের এমন মন্তব্যের ভিত্তিতে তিনি লেখেন,”সম্মান পেতে হলে তা দিতে জানতে হয় বন্ধু”। তার এমন একটি মন্তব্যে তিনি সহজেই বুঝিয়ে দিয়েছেন, কলকাতায় দীর্ঘ ৬ বছর আইপিএল খেলে যোগ্য সম্মান পাননি রবীন উথাপ্পা। বরং দুই বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলে তার চেয়ে বেশি সম্মান পেয়েছেন তিনি।

আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০১৪ সালে রবীন উথাপ্পার ধারাবাহিক পারফরমেন্সের ভিত্তিতে টাইটেল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই মরশুমে ‘ম্যান অব দ্যা সিরিজ’ নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৮ সালে গৌতম গাম্ভীর অবসর নেওয়ার পর তাকেই পরবর্তী অধিনায়ক করা হবে বলে মনে করছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে তাকে ছেড়ে দীনেশ কার্তিককে অধিনায়ক নির্বাচিত করে কলকাতা নাইট রাইডার্স। তার অধীনে কয়েক বছর আইপিএল খেলার পর চেন্নাই শিবিরে যোগ দেন রবীন উথাপ্পা। ধোনির অধীনে ২০২১ সালে শিরোপা জিতে ২০২২ সালে সব প্রকার ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন তিনি।