Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

Updated :  Friday, November 18, 2022 10:35 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা সমাপ্তি করে বর্তমানে ভারতীয় দল নিউজিল্যান্ড সফরে সময় কাটাচ্ছে। এই সফরে বিরাট কোহলি, রোহিত শর্মা কিম্বা মোহাম্মদ সামির মত অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিকল্প হিসেবে দলে যুক্ত হয়েছেন ঈশান কিষাণ, সঞ্জু স্যামসম কিংবা ঋতুরাজ গায়কোয়াডের মতো তরুণ ক্রিকেটাররা। তবে বর্তমানে ক্রিকেটের বাইরে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন ভারতের অধিকাংশ তরুণ ক্রিকেটাররা। আজ এই পর্যায়ে জেনে নেওয়া যাক ভারতীয় কোন ক্রিকেটার কোন অভিনেত্রী কিংবা মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন-

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

১. শুভমান গিল-সারা আলি খান: ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সাথে শচীন কন্যা সারা টেন্ডুলকারের সম্পর্কের কথা বহুল প্রচলিত হলেও সম্প্রতি শুভমান গিল বলিউড অভিনেত্রীর প্রেমের মজেছেন বলে মনে করছেন নেট প্রেমীরা। আসলে বিগত বেশ কয়েক মাস ধরে বলিউড অভিনেত্রী সারা আলী খানের সাথে ডেট করতে দেখা গেছে তাকে। আর সেই কারণে মনে করা হচ্ছে, ক্রিকেটের সাথে বলিউডের আরও একটি জুটি খুব শীঘ্রই দেখা যেতে পারে।

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

২. ঋষভ পন্থ-ইশা নেগি: ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ সর্বদা তার সম্পর্ক নিয়ে সতর্ক ছিলেন। কখনোই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি আড়াল করার চেষ্টা করেননি। যদিও বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে তার সম্পর্কের কথা ভাসমান রয়েছে সোশ্যাল মিডিয়ায়, তবুও ভারতীয় এই ক্রিকেটার ঈশা নেগির প্রেমে হাবুডুবু খাচ্ছেন দীর্ঘ তিন বছর ধরে।

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

৩. কে এল রাহুল-আথিয়া শেঠি: ভারতের ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল বর্তমানে ব্যাটিং ব্যর্থতার জন্য সমালোচনার শীর্ষে রয়েছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন তিনি। বলিউড অভিনেত্রী অথিয়া শেঠির সঙ্গে ২০১৯ সাল থেকে ডেটিং করছেন। দীর্ঘদিন সম্পর্ক লুকানোর চেষ্টা করলেও এখন দুজনেই তাদের সম্পর্ক মেনে নিয়েছেন এবং শিগগিরই বিয়ে করার খবরও রয়েছে।

ঋষভ পন্থ থেকে শুভমান গিল, ভারতের এই ৭ তারকা ক্রিকেটার ডেট করছেন বলিউড অভিনেত্রীর সাথে

৪. ঈশান কিষাণ-অদিতি হুন্ডিয়া: ভারতের অত্যন্ত প্রতিভাশালী ক্রিকেটার ঈশান একজন মডেলের সাথে মন বিনিময় করে ফেলেছেন। তিন বছরের বেশি সময় ধরে ভারতীয় মডেল অদিতির সঙ্গে ডেটিং করছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া রাজস্থানের খেতাব জিতেছেন অদিতি।

৫. পৃথ্বী শ-প্রাচি সিং: ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ একজন টিভি অভিনেত্রীর সাথে সম্পর্কযুক্ত রয়েছেন। পৃথ্বী শ-র বান্ধবী প্রাচি একজন মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। দুজনেই তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি কখনো কথা বলেননি, তবে অস্বীকারও করেননি। মনে করা হয় খুব শীঘ্রই তারা তাদের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করবেন।

৬. ঋতুরাজ গায়কোয়াড-সায়ালি সঞ্জীব: ভারতীয় প্রিমিয়ার লিগে অত্যন্ত সফল ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনের জন্য সংবাদ শিরোনামে রয়েছেন। তার পারফরম্যান্স দেখে ভবিষ্যতে ভারতীয় ব্যাটিং লাইন অফের অন্যতম সেরা কান্ডরী বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে একাধিক মিডিয়ায় দাবি করা হয়েছে যে, ঋতুরাজ দীর্ঘদিন ধরে মারাঠি সিনেমার অভিনেত্রী সায়ালি সঞ্জীবের সাথে ডেট করছেন।

৭. ভেঙ্কটেশ আইয়ার-প্রিয়াঙ্কা জাওয়ালকার: ক্যারিয়ারের শুরুতে আলোড়ন সৃষ্টি করেছিলেন ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। তবে দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার এবং তেলেগু সিনেমা অভিনেত্রী প্রিয়াঙ্কা জাওয়ালকারের মধ্যে ডেটিং চলছে বলে মনে করছেন নেট প্রেমীরা। খুব শীঘ্রই তারা তাদের সম্পর্কের স্বীকৃতি দিতে পারেন বলে দাবি করাও হচ্ছে।