তড়িৎ ঘোষ : কপিল দেবের নেতৃত্বে ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের ২৮ বছর পর ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আবার বিশ্বকাপ জেতে ভারতীয় ক্রিকেট দল। ৬০ ওভার, ৫০ ওভার এবং ২০ ওভার তিন ধরনেরই বিশ্বকাপ রয়েছে ভারতের ঝুলিতে। ১৯৮৩ সালে ৬০ ওভার বিশ্বকাপ এবং ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ যেতে ভারত এছাড়াও ২০০৭ সালে ২০ ওভারের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।
২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। শ্রীলঙ্কার রান তাড়া করতে নেমে শুরুতেই বীরেন্দ্র শেওয়াগ ও শচীন তেন্ডুলকারের উইকেট খুইয়ে চাপের মুখে পড়ে ভারত। তখন অনবদ্য একটি ইনিংস খেলেন গৌতম গম্ভীর কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ৯৭ রানে আউট হয়ে যান এবং তিনি শতরান মিস করেন। এর জন্য তিনি দায়ী করেন মহেন্দ্র সিংহ ধোনিকে।
গম্ভীর বলেন “আমি যখন ৯৭-তে ছিলাম তখন কী ঘটেছিল? এই প্রশ্নের সম্মুখীন আমি বহুবার হয়েছি। আমি প্রত্যেককে বলি যে ৯৭-এ পৌঁছবার পূর্বে আমি একবারও নিজের ব্যক্তিগত স্কোর সম্পর্কে ভাবিনি শুধু শ্রীলঙ্কার টার্গেটের দিকে তাকিয়েছিলাম। আমার মনে আছে ওভারের শেষে আমি এবং ধোনি ক্রিজে ছিলাম। ধোনি আমাকে বলেছিলো যে তিন রান বাকি আছে, তিন রান হলেই শতরান হয়ে যাবে”।
গম্ভীর আরও বলেন “এই মুহূর্তের আগে আমার লক্ষ্য ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার টার্গেট তাড়া করা। ধোনি আমার ব্যক্তিগত শতরানের কথা মনে করিয়ে দেওয়ায় আমার শরীরে রক্ত প্রবাহ বেড়ে যায় এবং আমি উত্তেজিত হয়ে পড়ি। তার ফলে আমার ফোকাস নষ্ট হয়ে যায় এবং আমি আউট হই। যদি শুধু শ্রীলঙ্কার লক্ষ্যটি আমার মনে থেকে যেত, তাহলে আমি অতি সহজেই আমার শতরান করতে পারতাম”।