স্টার স্পোর্টসের সাথে কথা বলতে গিয়ে গৌতম গাম্ভীর মহেন্দ্র সিং ধোনির সাথে ঋষভ পন্থের ৯৬ রানের ইনিংসের তুলনা করেছেন। উল্লেখযোগ্যভাবে, শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে মোহালি স্টেডিয়ামে প্রথম দিনে দুর্দান্ত ব্যাটিং করতে গিয়ে ঋষভ পন্ত ৯৬ রানে আউট হয়েছিলেন। আপনাদের জানিয়ে রাখি, এই প্রথমবার নয় যে ঋষভ পন্ত ৯০ রানের বেশি আউট হয়েছেন। প্রকৃতপক্ষে, পন্ত এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৯০ ঊর্ধ্ব স্কোরে ৫ বারের আউট হয়েছেন।
স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে, গৌতম গম্ভীরও ঋষভ পান্তের “স্মার্ট ক্রিকেট”-এর প্রশংসা করেছেন। শ্রীলংকার বিরুদ্ধে যখন ২২৮ রানে ৫ উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া, তখন ঋষভ পন্ত নিশ্চিত করেছিলেন যে প্রথম দিনে টিম ইন্ডিয়া কমান্ডিং পজিশনে আছে। মূলত, ঋষভ পন্থের শুরু করা লম্বা ইনিংস ভারতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়। নতুবা তার পূর্বে একাধিক ছোট্ট ছোট্ট পার্টনারশিপ তৈরি হলেও জয়ের জন্য সঠিক লক্ষ্যমাত্রা তৈরি করতে সক্ষম হয়নি।
ঋষভ পন্থের ৯০ রানের ইনিংস সব সময় ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন গৌতম গম্ভীর। তিনি বলেন, ব্যক্তিগত শতরান হোক বা না হোক, ৯০ ঊর্ধ্ব ইনিংস সর্বদা দলের জন্য সুখবর বয়ে নিয়ে আসে। এই প্রসঙ্গে তিনি ২০১১ সালে ওডিআই বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির ৯১ রানের বিধ্বংসী ইনিংসের স্মৃতি চারণা করছেন। তিনি বলেন, ওই ম্যাচে মহেন্দ্র সিং ধোনির ইনিংস এবং ঋষভ পন্থের ৯০ ঊর্ধ্ব ইনিংস যদি তুলনা করা হয় সে ক্ষেত্রে দুটো ইনিংসের গুরুত্ব সমান। আপনাদের জানিয়ে রাখি, ২০১১ বিশ্বকাপে ভারতের জন্য জয়সূচক ৯৭ রানের ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর।