খেলাক্রিকেট

পাকিস্তান হারতেই শ্রীলংকার পতাকা হাতে মাঠেই সেলিব্রেশন গম্ভীরের, সোশ্যাল মিডিয়ায় ধেয়ে এল সুনামি

এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় গৌতম গম্ভীরকে বারবার পাক ক্রিকেটারদের সাথে বাক্য বিনিমে জড়াতে দেখেছে ক্রিকেট বিশ্ব।

Advertisement

গতকাল এশিয়া কাপের মেগা আসরের সমাপ্তি ঘটেছে। যেখানে তারকা সম্মিলিত পাকিস্তানকে নাস্তানাবোধ করে ষষ্ঠবারের জন্য এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে লঙ্কান বাহিনী। ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালের পর ফের দীর্ঘ বিরতিতে ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। শুধুমাত্র এখানেই শেষ নয়, প্রতিপক্ষ পাকিস্তানকে পরপর দুই ম্যাচে হারিয়ে এশিয়া কাপে অনন্য দৃষ্টি স্থাপন করেছে শ্রীলঙ্কান ক্রিকেট টিম। এশিয়া কাপ জয়ের নিরিখে পাকিস্তান এখনো পর্যন্ত মোট দুবার শিরোপা ঘরে তুলেছে। সেখানে লঙ্কান বাহিনী এই নিয়ে ষষ্ঠ বার এশিয়া কাপ স্পর্শ করার সৌভাগ্য অর্জন করেছে।

গতকাল এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার দেওয়া ১৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ১৪৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ফলশ্রুতিতে মেগা আসরে ২৩ রানে ম্যাচ জিতে রাজা পাক্সের সুপারস্টার দল। মেগা ফাইনালে পাকিস্তানকে পরাজিত করতে শ্রীলংকার পাশাপাশি উৎসবের মেজাজে মেতেছিল আফগানিস্তান এবং ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শিরোপা ঘরে তুলতেই লাখো লাখো শুভেচ্ছা বার্তায় ভরে গেছে শ্রীলংকান ক্রিকেট টিমের অফিসিয়াল ওয়েবসাইট।

গতকাল ম্যাচ শেষে মাঠেই শ্রীলংকান পতাকা হাতে উদযাপন করতে দেখা গেছে বিশ্বকাপজয়ী ক্রিকেটার তথা ভারতীয় প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে। ম্যাচ শেষ হতেই তিনি শ্রীলংকান পতাকা হাতে নিয়ে মাঠে নেমে পড়েন। সেখানে শ্রীলংকান ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে পতাকা নাড়তে থাকেন গৌতম গম্ভীর। ভারতীয় ক্রিকেটারের এমন কার্য রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাছাড়া তিনি নিজেও অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে বিশেষ মুহূর্তের সেই ভিডিও শেয়ার করেছেন।

শ্রীলংকান ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে গৌতম গম্ভীরের এমন আচরণ দৃষ্টি কেড়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় গৌতম গম্ভীরকে বারবার পাক ক্রিকেটারদের সাথে বাক্য বিনিমে জড়াতে দেখেছে ক্রিকেট বিশ্ব। তাই শ্রীলংকার জয়ের সাথে সাথে গৌতম গম্ভীর এমন ঘটনা ঘটাতে পারেন সে আন্দাজ করেছিল ক্রিকেটপ্রেমীরা। নেট প্রেমীরা মনে করছেন, গৌতম গম্ভীর আবারও ক্রিকেটের মাঠে না থেকে দেশ প্রেমের অটুট উদাহরণ দিয়েছেন।

Related Articles

Back to top button