Gautam Gambhir Team India Coach: গৌতম গম্ভীরই হবেন ভারতের পরের কোচ, হট সিটে বসবেন কেকেআর মেন্টর
গৌতম গম্ভীর ভারতীয় জাতীয় দলের পরবর্তী কোচ হতে চলেছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার এর একটি বড় আপডেটে
আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদকে ৮ উইকেটে পরাজিত করে তৃতীয়বার আইপিএল শিরোপা দখল করেছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২, ২০১৪ এরপর ১০ বছরের খরা কাটিয়ে ২০২৪ এ আবারও শিরোপার মুখ দেখল কলকাতার এই ফ্রাঞ্চাইজি দলটি। আর এবারে সেই দলের মেরুদন্ড হয়ে রইলেন তিনি, যিনি আগের দুবার অধিনায়ক হিসেবে কলকাতাকে শিরোপা জিতিয়েছিলেন, অর্থাৎ সেই গৌতম গম্ভীর। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ৭৫ কিংবা ২০১১ বিশ্বকাপে ৯৭, গৌতম গম্ভীর এর ব্যাট এর উপরে ভর করে একাধিকবার আইসিসি ট্রফি জিতেছে ভারত। আর এবারে গৌতম গম্ভীর এর হাতেই আসতে চলেছে ভারতীয় জাতীয় দলের কোচ হওয়ার দায়িত্ব। আইপিএলের ফাইনাল ম্যাচে ভোট সভাপতি রজার বিনি থেকে সচিব জয় শাহ, সবাই উপস্থিত ছিলেন মাঠে। রজার এবং জয় শ্রেয়াস আইয়ারদের হাতে আইপিএল ট্রফি তুলে দেওয়ার পরেই দেখা যায় দীর্ঘক্ষণ জয়ের সঙ্গে কথা বলেছেন গম্ভীর। আর তারপর এই জল্পনা বাড়লো গম্ভীরের পরবর্তী ভারতীয় হেডকোচ হওয়া নিয়ে। সেই আলোচনা থেকেই এবারে একটা কথা বাইরে এসেছে, আইপিএলে ক্লাবের জন্য করেছ, এবারে কিন্তু দেশের জন্য করতে হবে। তবে এই কথা জয় বলেছেন নাকি গম্ভীর বলেছেন, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রথম সারির একটি স্পোর্টস ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গৌতম গম্ভীর হতে চলেছেন ভারতের পরবর্তী হেড কোচ। রোহিত শর্মাদের মাথায় আস্তে চলেছেন কেকেআর মেন্টর। এমনিতেও বিসিসিআইয়ের টপ বসদের খুব কাছের মানুষ গৌতম গম্ভীর। ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গম্ভীরের নিয়োগ কার্যতো আর সময়ের অপেক্ষা বলা যেতে পারে। দ্রুতই এই বিষয়টা ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যেই একজন হাইপ্রোফাইল ধারাভাষ্যকার এই ব্যাপারে একটা আভাস দিয়েছেন। বিষয়টা এখনো পর্যন্ত সরকারিভাবে না জানানো হলেও, মোটামুটি গম্ভীর যে পরবর্তী কোচ হতে চলেছেন, সেটা ধরে নেওয়া যেতে পারে
যদিও দেশের জোড়া বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ওপেনার আজ অব্দি কিন্তু কোন আন্তর্জাতিক দলের কোচিং করেননি। তবে লখনৌ সুপার জয়েন্টের মেন্টর হিসেবে দুবার দলকে প্লে-অফে নিয়ে গিয়েছেন। অন্যদিকে কেকেআরের দায়িত্ব নিয়ে সরাসরি জিতিয়েছেন ট্রফি। ১০ বছর পরে ট্রফি করা কেটেছে কলকাতার। আর এর কৃতিত্বের কিছুটা অংশ গম্ভীরের অবশ্যই প্রাপ্য। দলের দায়িত্ব নিয়ে বেশ কিছু পরিবর্তণও করেছেন তিনি, যেগুলোর প্রভাব সরাসরি পড়েছে মাঠে। সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করিয়ে কেকেআর কে প্রথম থেকেই চালকের আসনে রেখেছিলেন গৌতম গম্ভীর। তাই কোচ হিসেবে তিনি ভালো কাজ করবেন এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে। পাশাপাশি, বিরাট কোহলির সঙ্গে তার যে সম্পর্কের তিক্ততা ছিল, সেটাও এখন নেই। ফলে বলা যেতে পারে ভারতীয় দলের বহু ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক এখন বেশ ভালো। ভারতে এই বছরের শেষের দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। তিনটি ফরমেটেই বিশ্বের অন্যতম সেরা দলের কোচ হওয়া এতটা সহজ বিষয় নয়। তাই যদি গম্ভীর কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে প্রত্যাশার চাপ কিন্তু থাকবে একেবারে গগনচুম্বী। অস্ট্রেলিয়ার বহু বড় বড় তারকাও, এই দায়িত্ব নিতে কার্যত অস্বীকার করেছেন। এমন কি রিকি পন্টিং পর্যন্ত এই অফার ছেড়ে দিয়েছেন বলে জানা যায়। এবার এটাই দেখার, যদি গম্ভীর এই দলের কোচ হিসেবে আত্মপ্রকাশ করেন, তাহলে তিনি কতটা সফল হতে পারেন।