Ola Electric Scooter: ধামাকাদার সুযোগ Ola ইলেকট্রিক স্কুটার কেনার, পুজোর সময় পাবেন ১৫ হাজার টাকার ডিসকাউন্ট
Ola Electric স্কুটারটি ভারতের বাজারে ৬টি আলাদা মডেলে উপলব্ধ
বর্তমানে বিশ্বের বেশিরভাগ অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইলেকট্রিক গাড়ি তৈরীর ওপর জোর দিচ্ছে। পেট্রোল ও ডিজেলের সীমিত পরিমাণ এবং পরিবেশ দূষণ রোধ করতে আমাদের ভবিষ্যৎ ইলেকট্রিক গাড়ি। এর ফলে দেশে ইলেকট্রিক স্কুটি বা বাইকের চাহিদা বাড়ছে। একাধিক নতুন নতুন কোম্পানি তাদের কোম্পানিতে যোগ করছে নতুন নতুন ইলেকট্রিক স্কুটি। ভারতের বুকে ইলেকট্রিক স্কুটি লঞ্চ করে এখন জনপ্রিয়তার শীর্ষে Ola কোম্পানি। এই কোম্পানির পোর্টফলিওতে যা অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার আছে, তাতে এই কোম্পানিকে ইলেকট্রিক স্কুটার এর নিরিখে টেক্কা দিতে অন্য কোম্পানিকে বেগ পেতে হবে।
Ola ইলেকট্রিক স্কুটারের দাম
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি Ola ইলেকট্রিকের ইলেকট্রিক স্কুটারে ১৫ হাজার টাকার ডিসকাউন্ট অফার পাওয়া যাচ্ছে। আসলে এই অক্টোবর মাসে পুজোর উপলক্ষে এই ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। আর এই ইলেকট্রিক স্কুটার কিনলে আপনার বছরে ৩০ হাজার টাকার পেট্রোল খরচ বেঁচে যাবে। Ola S1 স্কুটারটি সস্তা, শক্তিশালী এবং টেকসই। এই স্কুটারটি ভারতের বাজারে ৬টি আলাদা মডেলে উপলব্ধ, যার প্রতিটি মডেল বিভিন্ন প্রয়োজন অনুযায়ী নির্বাচিত হতে পারে। এই মডেলগুলির দাম বিভিন্ন হয়ে থাকে, এবং ব্যাটারি প্যাকের অপশনও আলাদা। যেখানে ওলা এস ওয়ান এক্স মডেলটির দাম শুরু হচ্ছে মাত্র ৭৪,৯৯৯ টাকা থেকে। আর ওলা এস ওয়ান প্রো মডেলটির দাম শুরু হয় ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। আর ওলা এস ওয়ান এয়ার মডেলটি বাজারে ১ লক্ষ ৪৯৯ টাকায় পাওয়া যায়।
Ola S1 স্কুটারের রেঞ্জ
ওলা এস ওয়ান এয়ার মডেলে একটিমাত্র ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা একবার চার্জে ১৫১ কিমি রেঞ্জ দিতে সক্ষম। এই মডেলের গতি ৯০ কিমি প্রতি ঘণ্টায় পৌঁছাতে পারে, এবং এর বিশেষত্ব হলো মাত্র ৩.৩ সেকেন্ডে ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি তোলা যায়, যা স্কুটারের একটি অন্যতম শক্তিশালী দিক। আপনি যদি একটি ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তাহলে আজই ১৫ হাজার টাকা ডিসকাউন্টে বুক করে নিন Ola S1।