এখন সারা দেশে এমন অনেক টেলিকম সংস্থা রয়েছে যা মানুষের মন জয় করার জন্য কাজ করছে, তা জিও হোক বা বিএসএনএল। বিএসএনএল, যা ভারতের বৃহত্তম টেলিকম সংস্থাগুলির মধ্যে গণনা করা হয়, এখন এমন অনেকগুলি পরিকল্পনা নিয়ে এসেছে যা ব্যাপক পছন্দ হচ্ছে গ্রাহকদের। BSNL কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে এবং বাজারের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিওকে টেক্কা দিতে একটি অভাবনীয় প্ল্যান এনেছে। কত টাকার কি প্ল্যান? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
কোম্পানির নতুন প্রিপেড প্ল্যানের দাম ৩৯৭ টাকা, যা মন জয় করছে। প্ল্যানে ব্যবহারকারীরা এমন অনেক সুবিধা পাচ্ছেন, যা বাকি ব্যবহারকারীদের টেনশন থেকে যায়। অনেকেই আছে যারা সিম অ্যাকটিভ রাখার জন্য রিচার্জ করেন। তাদের দীর্ঘ মেয়াদের স্কিম কম টাকায় কিনতে চান। এরকম এক প্ল্যান এনেছে BSNL। এই প্ল্যানে ৫ মাস অর্থাৎ ১৫০ দিনের বৈধতা থাকবে। এতে ইন্টারনেট ডাটা পাওয়া যাবে না। কিন্তু ৫ মাসের জন্য আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। আর সেইসাথে প্রতিদিন ১০০ টি এমএমএস পাওয়া যাবে। আগে ১৮০ দিনের বৈধতা পাওয়া যেত।
আপনি যদি ইন্টারনেট ডেটা চান, তাহলে ২ টাকা অতিরিক্ত দিয়ে পাবেন জিও এর প্ল্যান। এতে ৩৯৯ টাকায় আপনি ২৮ দিনের বৈধতা পাবেন। এতে আপনি প্রতিদিন ৩ জিবি ডাটা পাবেন। সাথে পাবেন ৬ জিবি অতিরিক্ত হাইস্পিড ডাটা। এছাড়াও আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস সুবিধা পাবেন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside