টেক বার্তা

5G Network Speed: নেটওয়ার্ক খারাপ থাকায় দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না? পরিবর্তন করুন এই সেটিংস

এখনকার দিনে যদি আপনি 5g ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনাকে কিছু সেটিংস পাল্টাতে হবে

Advertisement

আজকালকার দিনে ৫জি স্মার্টফোন সবার কাছেই রয়েছে কিন্তু অনেক সময় ফাইভ-জি স্পিড তারা উপভোগ করতে পারেন না। আপনিও যদি নেটওয়ার্কের জন্য এইরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ খবর। আমরা আপনাকে জানাতে চলেছি কিভাবে আপনি অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে আপনার ইন্টারনেটের স্পিড দ্রুত করতে পারেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক পাঁচটি ছোট্ট ছোট্ট স্টেপ ফলো করলে কিভাবে আপনি দ্রুত ইন্টারনেট পেয়ে যাবেন।

১. প্রথমত আপনাকে ফোনের সেটিংস চেক করতে হবে। যদি আপনার ফোনে নেটওয়ার্ক সেটিং অপশনে 5G preferred type of network সিলেক্ট করার অপশন থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করুন, নতুবা এই সমস্ত অপশন না থাকলে Auto অপশনটি সিলেক্ট করুন। তাহলে যদি আপনি 5g অঞ্চলে থাকেন তাহলে আপনি এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

২. ব্যাকগ্রাউন্ড এপ্লিকেশনের কারণে অনেক সময় ইন্টারনেটের গতি স্লো হয়ে যায়। এ কারণে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন সবসময় ক্লোজ রাখুন। এমন কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে যারা ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্ক ব্যবহার করতে থাকে। মধ্যে অন্যতম হলো ফেসবুক ইনস্টাগ্রাম। তখনই আপনার এই সমস্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করার কাজ হয়ে যাবে, বন্ধ করে দিন।

৩. ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইটে এবং ইউটিউবে অনেক সময় অটো প্লে ভিডিও অপশনটি চালু থাকে। যে জায়গাতে এই অটো প্লে ভিডিও অপশনটি বন্ধ করা যায় সেখানে এই অপশনটি বন্ধ রাখুন। ব্রাউজারে ডেটা সেভ মোড সেট করে রাখতে পারেন। তাহলে আপনার ভবিষ্যতে সমস্যা হবে না এই ধরনের ভিডিওর ক্ষেত্রে।

৪. এছাড়াও নেটওয়ার্ক এ গিয়ে অ্যাক্সেস পয়েন্ট নেটওয়ার্ক সেটিংস চেক করুন। আপনার নেটওয়ার্ক প্রোভাইডারের সঠিক এ পি এন ফোনে থাকলে তবেই আপনি কিন্তু ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন।

৫. এসব করার পরেও যদি আপনার নেটওয়ার্ক স্পিড ভালো না হয় তাহলে ডিফল্ট নেটওয়ার্ক সেটিংস আবার চালু করুন। অথবা দেখুন সেই নেটওয়ার্ক প্রোভাইডারের আপনার এরিয়াতে ভালো টাওয়ার পরিষেবা রয়েছে কিনা। যদি ভালো টাওয়ার পরিষেবা না থাকে তাহলে আপনার ফোনের কোন সমস্যা নয়, আপনাকে নেটওয়ার্ক প্রোফাইলের কোম্পানি পাল্টাতে হবে এবং অন্য কোম্পানিতে যেতে হবে।

Related Articles

Back to top button