Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio গ্রাহকরা Whatsapp-এ পাবেন টিকাকরণের সমস্ত তথ্য

By
Updated :  Friday, June 11, 2021 10:08 PM

এবার হ্যোয়াটস‌অ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিন যাবতীয় সমস্ত তথ্য পাবেন Jio গ্রাহকরা, এমনটাই জানা গিয়েছে পিটিআই সুত্রে। ইতিমধ্যেই JioCare য়ের মাধ্যমে হ্যোয়াটস‌অ্যাপ ব্যবহার করে মোবাইল রিচার্জ করার সুবিধা পেয়েছিলেন গ্রাহকরা। সেই তালিকাতেই যুক্ত হল এই পরিষেবা।

Reliance Jio র একটি Whatsapp Chatboard রয়েছে যার নাম জিওকেয়ার। এই জিও কেয়ারের নম্বরে (৭০০০৭৭০০০৭) Whatsapp য়ে একবার ‘হাই’ লিখে পিং করুন। এরপর মেন মেনুতে গিয়ে কোভিড ভ্যাকসিন অ্যান্ড ইনফো’ অথবা ‘ভ্যাকসিন ইনফো’ অপশনে ক্লিক করলে প্রয়োজনীয় তথ্য পাবেন ইউজাররা। এলাকার আশেপাশে কোথাও কোভিড ভ্যাকসিনেশন সেন্টার রয়েছে কিনা কিংবা স্লট খালি রয়েছে কিনা তা জানতে আপনার এলাকার পিনকোড বসিয়ে খোঁজ করুন। কোন ভ্যাকসিনেশন সেন্টারে কী ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কোথায় কোন স্লট ফাঁকা রয়েছে তাও জানা যাবে।

এছাড়া রিচার্জ করার জন্য এক‌ই পদ্ধতিতে চ্যাটবোর্ডে হাই লিখে মেন মেনুতে গিয়ে জিও সিম রিচার্জ’ মোডে ক্লিক করে সিলেক্ট করুন। পেমেন্টের জন্য গুগল পে, পেটিএম,অ্যামাজনপে,ফোনপে সহ একাধিক ই-ওয়ালেটের অপশন পাবেন গ্রাহকরা। সিম পোর্ট করাতে চাইলে সেই আবেদনও করা যাবে এই হোয়াটসঅ্যাপ চ্যাটবোটের মাধ্যমে। জিও সিম রিচার্জ করা ছাড়া নতুন রিলায়েন্স জিও সিমের জন্য আবেদন‌ও করতে পারবেন গ্রাহকরা। জিও কেয়ারের মাধ্যমে জিও-ফাইবার ইন্টারনেট, জিও মার্ট এবং আন্তর্জাতিক রোমিংয়ের পরিষেবাও পাওয়া যাবে। এছাড়া টাকা পাঠানোর সুবিধাও মিলছে এর মাধ্যমে আপাতত হিন্দি ও ইংরাজি এই দুই ভাষায় পরিষেবা মিললেও পরবর্তীতে আর‌ও কিছু আঞ্চলিক ভাষা যোগ করার কথা রয়েছে জিও কেয়ারে।