দেশের বেশ কিছু রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা হয়ে গিয়েছে। সেখানেই তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে গ্যাসের দামও। ফেব্রুয়ারি মাসে গ্যাসের দাম বেড়েছে মোট তিনবার। এমন অবস্থায় সাধারণ মানুষ চাইছে যে কোনও পদ্ধতিতে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম থেকে যদি কিছু টাকা বাঁচানো যায় সেই বিষয়ে। আজ আমরা এই প্রতিবেদনে এমন এক উপায় বলতে চলেছি, যার মাধ্যেমে অর্ধেক টাকায় গ্যাস সিলিন্ডার, পেট্রোল ডিজেল কিনতে পারবেন আপনি, চলুন জানা যাক উপায়টি ঠিক কি,
পদ্ধতি
প্রথমেই বলে রাখা ভালো, গ্রাহক অর্ধেক টাকা একটি অ্যাপের মাধ্যমে ক্যাশব্যাক হিসেবে পেয়ে যাবেন। আজ আমরা সেই অ্যাপ নিয়েই কথা বলব। সেই অ্যাপটির নাম হল Fyool। এটি একটি ভারতীয় অ্যাপ। সাইজ ১০mb। তবে এই ছোট আসজের অ্যাপ আপনাকে দিতে পারে বড় সুবিধা। চলুন জানা যাক কি করে পাবেন ক্যাশব্যাক,
ফিউল একটি ক্যাশব্যাক অ্যাপ, এটি ব্যবহার করলে আপনি ৪৮ ঘণ্টার মধ্যে নিজের ক্যাশব্যাকের টাকা পেয়ে যাবেন। তবে সেই ক্ষেত্রে আপনাকে বিল আপলোড করতে হবে এই অ্যাপে। এই অ্যাপের মাধ্যমে ৫০% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া সম্ভব বলে জানা গিয়েছে প্লে স্টোর হতে। ক্যাশব্যাক পেতে প্রথমে নিজের গ্যাসের bill টির একটি ছবি তুলুন, সেটিকে এই অ্যাপে আপলোড করুন। খুব সহজে পেয়ে যাবেন ৫০% পর্যন্ত ক্যাশব্যাক এই অ্যাপের মাধ্যমে।