Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Jio-Itel চুক্তি! মাত্র ৩,৮৯৯ টাকায় Itel-এর এই ফোন কিনে নিতে পারবেন Jio গ্রাহকরা

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Itel A23 4G এর কথা আশা করছি আপনাদের সকলেরই মনে রয়েছ। সস্তার এই 4G স্মার্টফোন ঝড় তুলেছিল দেশের স্মার্টফোন মার্কেটে। এই মুহুর্তে স্মার্টফোনটির দাম কোম্পানির তরফ থেকে…

Avatar

By

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Itel A23 4G এর কথা আশা করছি আপনাদের সকলেরই মনে রয়েছ। সস্তার এই 4G স্মার্টফোন ঝড় তুলেছিল দেশের স্মার্টফোন মার্কেটে। এই মুহুর্তে স্মার্টফোনটির দাম কোম্পানির তরফ থেকে রাখা হয়েছে ৪,৯৯৯ টাকা। তবে তা আরও কমে কিনতে পারবেন Jio এর গ্রাহকরা। যদি আপনিও Jio এর গ্রাহক হন তবে এই অফার আপনার জন্য হতে পারে। চলুন জানা যাক অফার সম্পর্কে,

অফার

সম্প্রতি এই অফার সম্পর্কে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে Itel কোম্পানির পক্ষ থেকে। গ্রাহকরা এই ফোনটিকে পেয়ে যাবেন ১০০০ টাকার ও বেশি ছাড়ে। আসলে এই ফোনের দাম মার্কেটে রাখা হয়েছিল ৪,৯৯৯ টাকা। তবে সম্প্রতি Jio এবং Itel এর হওয়া চুক্তির ফলে গ্রাহক এই ফোনটিকে কিনে নিতে পারবেন ৩,৮৯৯ টাকায়। তবে সেই জন্য গ্রাহককে ফোনটিকে কিনতে হবে Reliancedigital.in সাইট থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে অফারের ভাণ্ডার কেবল এখানেই শেষ নয়। গ্রাহক যদি এই ফোন কেনেন তবে পাবেন ৩০০০ টাকার পর্যন্ত সুবিধা। সেই সমস্ত সুবিধার মধ্যে রয়েছে ২৪৯ টাকা বা তার বেশি প্রি পেইড রিচার্জ ও। বলা বাহুল্য, এই অফার উপলব্ধ করা হয়েছে নতুন এবং পুরাতন উভয় গ্রাহকদের জন্যই। ১ লা জুন থেকে ভারতে এই দামের সাথে প্রথম বার বিক্রির জন্য উপলব্ধ হবে এই iTel A23 4G স্মার্টফোন।

স্পেসিফিকেশন

itel এর এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৫.৫ ইঞ্চির Hd+IPS ডিসপ্লে। দেওয়া হয়েছে ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্প। প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে ১.৪ গীগাহার্টজ এর কোয়াড কোর চিপসেট। পাওয়ার প্রদানের জন্য এই ফোনে রয়েছে ৩,০২০ mAh এর ব্যাটারি। অন্যদিকে এই ফোনে রয়েছে ৫ mp এর ডুয়াল ক্যামেরা সেট আপ। সেলফির জন্য itel এর এই ফোনে রয়েছে ৫mp এর ফ্রন্ট ক্যামেরাও।

 

About Author