Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০০ টাকা ছাড়! ৩৯৯ টাকার প্ল্যান পাবেন মাত্র ২৯৯ টাকায়, জানুন কীভাবে

Updated :  Wednesday, March 31, 2021 9:05 AM

যদি আপনিও জনপ্রিয় টেলিকম কোম্পানির গ্রাহক হন এবং আপনিও যদি নিজের মোবাইল নম্বরে ৩৯৯ টাকার রিচার্জ করিয়ে থাকেন , তবে আপনার জন্য একটি অফারের সুযোগ রয়েছে। আপনিও পেতে পারেন এই অফার। এই পদ্ধত্বি ব্যবহার করে আপনি পাবেন বড় ক্যাশব্যাক পাওয়ার সুযোগ।

কিভাবে পাবেন Cashback : Jio এর আধিকারি ওয়েবসাইটে নীচের দিকে স্ক্রল করলে আপনি অফার লেখা দেখতে পাবেন। সেখানে আপনি বহু ধরণের অফার দেখতে পারবেন। এই অফারগুলির মধ্যে একটি হল Mobikwik Recharge Offer। যদি আপনিও My Jio App ব্যবহার করে থাকেন তবে আপনিও সেই অফার সম্পর্কে জানতে পারবেন। চলুন জানা যাক এই অফার সম্পর্কে বিস্তারে, Jio এর এই অ্যাপের লিস্ট অনুসারে ৩৯৯ টাকার প্ল্যানের ওপর গ্রাহক পাবেন ১০০ টাকার ডিসকাউন্ট। অর্থাৎ গ্রাহক একই প্ল্যান পাবেন ২৯৯ টাকায়। তবে সেই অফার অনুসারে গ্রাহক পাবেন ১০০ টাকার ছাড়, তবে তাকে টাকাটি দিতে হবে Mobikwik এর মাধ্যমে। তবে গ্রাহক এই অফারের সুবিধা একবারই নিতে পারবেন।

এই প্ল্যানে গ্রাহক পাবেন প্রতিদিনের ১.৫ জিবি ইন্টারনেটের সুবিধা। এই প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এছাড়া পাবেন প্রতিদিনের ১০০ টি করে sms। সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধাও। অন্যদিকে রয়েছে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও।