বিগত কিছু মাস অনেকটাই বেড়ে গিয়েছে LPG সিলিন্ডারের দাম। সেই কারণে মধ্যবিত্তের রান্নাঘরে একপ্রকার আগুন লেগেছে বলা চলে। তবে এই মাসের শুরু থেকেই স্বস্তির খবর পেয়েছেন ভারতবাসী। ১লা এপ্রিল থেকেই এই দেশে সিলিন্ডারের দাম ১০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে ঠিকই। তবে তাতেও দাম হয়ে গিয়েছে ৮০৯ টাকা। কিন্তু সেই দামও যে মধ্যবিত্তের কাছে আকাশছোঁয়া। সেই কারণেই গ্রাহকদের জন্য চমৎকার অফার নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় সংস্থা Paytm। আর এই অফারে ৮০৯ টাকার গ্যাস সিলিন্ডার গ্রাহক পাবেন কেবল ৯ টাকাতে।
কী ভাবে LPG Cylinder কিনতে Paytm এর এই ক্যাশব্যাক অফারটি পাবেন?
১। প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনের Paytm App এ যেতে হবে।
২। এইবার হোম পেজে গেলেই সেখানে দেখতে পারবেন All Services অপশন।
৩। ALL Services বিকল্পে ট্যাপ করলেই রিচার্জ এবং পে বিল নামক বিকল্পে ক্লিক করুন।
৪। সেখানে ক্লিক করলে পাএন Book a Cylinder এর অপশন।
৫। এইবার আপনাকে সিলেক্ট করতে হবে কোন গ্যাসের সংস্থা আপনি ব্যবহার করেন।
৬। গ্যাস প্রোভাইডারের নাম সিলেক্ট করুন।
৭। এইবার আপনাকে দিতে হবে আপনার LPG ID এবং গ্যাস এজেন্সির হাসে নথিভুক্ত থাকা ফোন নম্বর দিয়ে Proceed অপশনে ক্লিক করুন।
তবে ক্যাশ ব্যাক পেতে গেলে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে অন্তত ৫০০ টাকার পেমেন্ট করতে হবে Paytm থেকে। আর সেই পেমেন্ট করার পর আপনি পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। সেখানে লেখা থাকবে ১০ টাকা থেকে ৮০০ টাকার মধ্যে কিছু। ৭ দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে কার্ডটি।