Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাম্পার সেল! ২৩৯৯ টাকায় কিনে নিন Redmi Note 9 Pro Max

Updated :  Friday, May 14, 2021 7:31 AM

ই কমার্স সাইট Amazon য়ে চলছে smartphone upgrade bumper সেল। এই সেলে নতুন দামী ফোনগুলির ওপর আকর্ষনীয় ছাড় দেওয়া হচ্ছে। ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি রয়েছে ফোন এক্সচেঞ্জের বিশাল অফার। আজ‌ই সেলের শেষ দিন। Xiaomi জনপ্রিয় হ্যান্ডসেট Redmi note 9 pro max উপর রয়েছে চোখধাঁধানো অফার। এই সেটটির প্রিন্টেড মূল্য ১৮,৯৯৯। তবে অফারে তা পাওয়া যাবে ১৪,৯৯৯ টাকায়।তার‌উপর ফোন‌এক্সচেঞ্জে অফার দেওয়া হচ্ছে ১২,৬০০ টাকা পর্যন্ত। ফলে এক্সচেঞ্জের মাধ্যমে রেডমির এই ফোনটি পাওয়া যাবে মাত্র ২,৩৯৯ টাকায়।

তাছাড়া আর‌ও বড় সুবিধা হবে hdfc ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য।এই ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে পাওয়া যাবে ১,২৫০ টাকার ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অর্থাৎ একজন HDFC য়ের ক্রেডিটকার্ড হোল্ডার নিজের পুরোনো ফোন এক্সচেঞ্জ করে রেডমির ফোনটি পাবেন মাত্র ১,১৪৯ টাকায়। এর থেকে লাভজনক অফার এখোনো অবদি কোনো ফোনে লাগু হয়নি।

স্পেসিফিকেশন-
একঝলকে দেখে নিন কি কি ফিচার রয়েছে ঝাঁ চকচকে সেটটিতে। এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির FHD + LCD ফুল স্ক্রিন ডট ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন 2400X1800 এবং পিক্সেল ডেনসিটি 440 ppi। এছাড়াও ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 20:9। পারফরমেন্সের জন্য এই ফোনে একটি 2.3Ghz Qualcomm Snapdragon 720G প্রসেসর দেওয়া হয়েছে, যা পেয়ার করা থাকছে 6GB ও 8GB RAM এবং 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। অত্যন্ত শক্তিশালী ৫,০২০ mAh ব্যাটারিতে ফোনটির পাওয়ার খুবই দীর্ঘস্থায়ী।

অ্যান্ড্রয়েড ১০ দ্বারা চালিত এই ফোনটির সেট‌আপ অসামান্য।কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপের এই ফোনে 64MP AI সেন্সর প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ফোনটিতে রয়েছে একটি 8MP আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর। ফোনের সামনে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই 2MP ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।