Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Georgia Hot Look: গর্জিয়ার হট লুক দেখে চমকে গেল নেটপাড়া, ভিডিও দেখে বলছেন, ‘সামলানোই দায়’

Updated :  Wednesday, September 10, 2025 10:33 AM
Giorgia glamorous look

ফ্যাশনের জগতে ঝলক আনার শিল্পে এক নতুন নাম এখন বারবার উঠে আসছে—জর্জিয়া। সম্প্রতি তাঁর নতুন ইনস্টাগ্রাম রিল প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে প্রবল চর্চা। গাঢ় রঙের পোশাকে ন্যূনতম অ্যাক্সেসরিজ, তবুও ঝলমলে সাজে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, “Too hot to handle”, আবার কেউ হৃদয় ও আগুন ইমোজি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্টাইল সেন্সই মূল শক্তি

জর্জিয়ার ফ্যাশন সেন্স নিয়ে নতুন কিছু বলার প্রয়োজন পড়ে না। ক্যাজুয়াল হোক বা রেড কার্পেট, প্রতিটি পোশাকে তিনি আত্মবিশ্বাসী। তাঁর সাজ-পোশাকের সহজতা ও সঠিক নির্বাচনই তাঁকে আলাদা করে তোলে। সাম্প্রতিক ভিডিওতেও সেটাই স্পষ্ট। ঝলমলে মেকআপ নয়, বরং পরিমিত ব্যবহারই বাড়িয়ে তুলেছে তাঁর আকর্ষণ। অনেকেই মন্তব্য করেছেন, “She never fails to impress.”

ভক্তদের প্রতিক্রিয়া

ভিডিওর কমেন্ট সেকশন এখন ভরে উঠেছে ভক্তদের উচ্ছ্বাসে। কেউ তাঁকে “style icon in the making” বলে আখ্যা দিয়েছেন, কেউ আবার তাঁর আত্মবিশ্বাসকেই সবচেয়ে বড় স্টাইল স্টেটমেন্ট বলেছেন। এক ফলোয়ার লিখেছেন, “ওঁর ক্যারিশমা নিজেই এক ধরনের ট্রেন্ড।” এই প্রতিক্রিয়াগুলি স্পষ্ট করে দিচ্ছে, দর্শকদের চোখে জর্জিয়া এখন শুধু ফ্যাশন মডেল নন, বরং একজন ট্রেন্ড সেটার।

ফ্যাশন দুনিয়ার নজরকাড়া উপস্থিতি

শিল্পমহলের মতে, জর্জিয়ার উপস্থিতি এখন সোশ্যাল মিডিয়া থেকে ফ্যাশন দুনিয়ার সব মঞ্চেই আলোচনার বিষয়। শুধু রিল নয়, সাধারণ আউটিং হোক বা ইভেন্ট— সর্বত্র তিনি জানেন কীভাবে আলো কেড়ে নিতে হয়। গ্ল্যামার এবং এলিগেন্সকে একসঙ্গে মেলানোর ক্ষমতা তাঁকে ফলোয়ারদের কাছে নতুন স্টাইল গোলস তৈরি করার মতো জায়গায় পৌঁছে দিচ্ছে।