‘গড ইস উইথ আস’- উচ্ছ্বাসিত সুশান্তের দিদি

রিয়া চক্রবর্তীর পর্দা ফাঁস। মাদক চক্রের সঙ্গে যে তাঁর যোগ ছিল, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এর প্রমাণ পাওয়া গিয়েছে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, মন্তব্য বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের। Mumbai:…

Avatar

রিয়া চক্রবর্তীর পর্দা ফাঁস। মাদক চক্রের সঙ্গে যে তাঁর যোগ ছিল, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এর প্রমাণ পাওয়া গিয়েছে বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে, মন্তব্য বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের।

আজ বিকেলেই গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। খুশি সুশান্তের ফ্যানেরা। সুশান্তের দিদি ট্যুইট করে জানিয়েছেন, ” ঈশ্বর আমাদের সঙ্গে আছেন”।

আজ সন্ধ্যে ৭ঃ৩০ এর দিকে রিয়াকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর কাছে নিয়ে যাওয়া হবে।

…………………………………………………………………………………( বিস্তারিত আসছে)