করোনা ভাইরাসে বিশ্ব আক্রান্ত হওয়ার পর থেকেই প্রতিদিন বাড়ছিল সোনার দাম। একসময় সর্বকালীন রেকর্ডেও পৌঁছে যায় সোনার দাম। প্রতি ১০ গ্রামের দাম ৪৫ হাজার টাকার উপরে পৌঁছে যায় সোনার দাম। সেই দামই কমলো পরপর তিনদিন। গত তিনদিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬১০ টাকা কমেছে। আজ কলকাতায় ২২ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪২,৮৮০ টাকা।
একইভাবে দাম কমেছে ২৪ ক্যারাট সোনার দামও। ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৪,৩০০ টাকা। সোনার দাম কমার পাশাপাশি দাম কমেছে রুপোরও। বিগত কয়েকদিন সোনার দাম কমলেও দাম কমছিলনা রুপোর। কিন্তু আজ রুপোর দাম অনেকটাই কমেছে। রুপোর দাম প্রতি কেজিতে ৪৫,১২৫ টাকা।
আরও পড়ুন : শেয়ার বাজারে মহাপতন, ৪৫ মিনিটের জন্য বন্ধ শেয়ার বেচাকেনা
তবে বিশেষজ্ঞদের মতে এই দাম কমা এখন স্থায়ী নয়। কিছুদিনের মধ্যে আবার দাম বাড়তে পারে বা কমতে পারে। করোনা ভাইরাসের আতঙ্ক যতদিন না কাটবে সোনার দাম স্থায়ী হবেনা বলে মত তাদের।