Hero-Honda চেয়েও অসাধারণ বাইক লঞ্চ করল Bajaj, জানুন নতুন গাড়ির দাম
শুরুতেই যদি শক্তিশালী এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বলি, তবে কোম্পানি এই বাইকটিতে 124.45 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে।
এই মুহূর্তে ভারতের বাজারে Hero, Honda, TVS সহ একাধিক কোম্পানি বাইকের বাজারে সফলভাবে ব্যবসা করছে। প্রত্যেকটি কোম্পানির লো-বাজেটের যেমন বাইক রয়েছে ঠিক তেমনি হাই-রেঞ্জের বাইক রয়েছে বাজারে। তবে কম দামে স্পোর্টস বাইক রয়েছে এমন কোম্পানির সংখ্যা নেহাত হাতে গোনা কয়েকটি। ফলে স্পোর্টস বাইক কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে সেই আশা অপূর্ণ থেকে যায় অনেক যুবকের। তবে ভারতের বাজারে এবার কম দামের স্পোর্টস বাইক লঞ্চ করে সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে নির্মাণ সংস্থা Bajaj।
সম্প্রতি ভারতের বাজারে 125cc স্পোর্টস বাইক লঞ্চ করেছে Bajaj। গাড়ি প্রেমিরা মনে করছেন, এটাই ভারতের বাজারে সবচেয়ে লো-বাজেটের সেরা স্পোর্টস বাইক হতে চলেছে। আমরা যদি বাজাজ মোটরস সম্পর্কে কথা বলি, আপনি কোম্পানির এই সেগমেন্টে অনেক বাইক দেখতে পাবেন। তবে সম্প্রতি ভারতের বাজারে বাজাজ যে বাইকটি লঞ্চ করেছে সেটির নাম দেওয়া হয়েছে Bajaj Pulsar NS 125cc। এর আকর্ষণীয় স্পোর্টি লুকের জন্য বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Bajaj Pulsar NS 125cc বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-
শুরুতেই যদি শক্তিশালী এই বাইকের ইঞ্জিন সম্পর্কে বলি, তবে কোম্পানি এই বাইকটিতে 124.45 cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দিয়েছে। যেটি সর্বোচ্চ 11.99 PS শক্তি এবং 11 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। শক্তিশালী এই ইঞ্জিনটি 5টি গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদি গাড়িটির মাইলেজের কথা বলি, তবে Bajaj Pulsar NS 125 প্রতি লিটার তেল 64.7 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। যদি ভারতের বাজারে গাড়িটির দামের কথা বলি, স্পোর্টস বাইক Bajaj Pulsar NS 125-এর প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে 1.06 লক্ষ টাকা।