টেক বার্তা

মাত্র ১৯ হাজার টাকায় কিনে ফেলুন হিরো কোম্পানির এই দুর্দান্ত বাইক, দেখুন ফিচার

হিরো বাইক যারা কিনতে পছন্দ করেন তাদের জন্য এটি হতে চলেছে একটি লোভনীয় অফার

Advertisement

ভারতের সবথেকে সাশ্রয় কিছু বাইকের কোম্পানির মধ্যে একটি হল হিরো বাইক। এই বাইকের কম্পানিটি তাদের অসাধারণ মাইলেজ এর জন্য সারা ভারতে অত্যন্ত জনপ্রিয়। তার পাশাপাশি এই বাইকের কোম্পানির সস্তা দাম এই কোম্পানির সমস্ত বাইককে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। ভারতের প্রত্যেক সাধারণ মানুষের কাছে এই হিরো কোম্পানির বাইক একটা ভরসার আশ্রয়স্থল। তবে হিরো কোম্পানির এমন কিছু বাইক আছে যেগুলি আপনাকে দিতে পারে বেস্ট ইন ক্লাস মাইলেজ এবং তার সাথেই থাকছে অভাবনীয় সস্তা দাম।

এই সমস্ত বাইকের মধ্যে অন্যতম একটি বাইক হল হিরো এইচএফ ডিলাক্স। এই বাইকটি বাজারের সেরা বাইকগুলির মধ্যে একটি। প্রতি লিটারের ৭০ কিলোমিটারের মাইলেজ দেওয়া এই বাইকটি সাধারণ মধ্যবিত্ত মানুষের একেবারে বাজেটের মধ্যে। তাই আপনিও যদি এই হিরো বাইকের সৌখিন হন, তাহলে এই আর্টিকেল আপনার জন্যই। আপনাদের আমরা জানিয়ে রাখি, মাত্র উনিশ হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই বাইকটি কিনে নিতে পারবেন।

আদতে ১৯ হাজার টাকায় যে বাইকে আপনাকে ওভার করতে পারি সেটা হল সেকেন্ড হ্যান্ড বাইক। ২০২২ সালের জানুয়ারি মাসে হিরো কোম্পানির এই এইচএফ ডিলাক্স বাইকটি কেনা হয়। এখনো পর্যন্ত মাত্র ৫৯০০ কিলোমিটার চালানো হয়েছে এই এইচএফ ডিলাক্স বাইক। এই মুহূর্তে ভারতে যে সমস্ত বাইক তৈরি হচ্ছে সেগুলিতে বিএস ৬ ইঞ্জিন দেওয়া হয়। তবে এই বাইকটিতে দেওয়া রয়েছে বিএস ৪ ইঞ্জিন। এই কারণেই এই বাইকের দামটা অনেকটাই কম। আপনাদের জানিয়ে রাখি, এই বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন সেলফ স্টার্ট এবং তার সাথেই থাকছে অ্যালয় হুইল। কোন প্রকার ভাঙ্গন নেই এই বাইকে। তবে এই বাইকটি কিন্তু দিল্লির নম্বরে রেজিস্টার করানো রয়েছে। এই মুহূর্তে কার অ্যান্ড বাইক ওয়েবসাইটে এই বাইকটি পাওয়া যাচ্ছে।

তবে যদি আপনি এই বাইকটি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে বিক্রেতার নাম এবং ফোন নম্বর জেনে নিতে পারেন। তারপর তার সাথে সরাসরি যোগাযোগ করে বাইকের ইন্সুরেন্স এর কাগজপত্র এবং বাইকের বর্তমান পরিস্থিতি ভালো করে বুঝে নিয়ে তারপরেই এই বাইকটি কিনুন। বাইক কিনতে হলে আপনাকে কোন রকম অগ্রিম টাকা দিতে হবে না। নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে অথবা চেক দিয়ে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন।

Related Articles

Back to top button