Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

যারা প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য বড় সুখবর, Jio নিয়ে এসেছে এই বিশাল প্ল্যান

Updated :  Friday, November 24, 2023 5:33 PM

মুকেশ আম্বানির রিলায়েন্স জিও হলো এমন একটি কোম্পানি যারা খুব সস্তা দামে ভারতের মানুষজনকে ইন্টারনেট পরিষেবা এবং অন্যান্য টেলিকম বেনিফিট দিয়ে থাকে। এই কোম্পানিটি ভারতের সবথেকে সস্তা টেলিকম কোম্পানির মধ্যে একটি। এই কোম্পানিটি ভারতের ৪৪ কোটি মানুষকে এই মুহূর্তে সস্তায় ইন্টারনেট পরিষেবা দিয়ে আসছে। বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় জিওর বলতে গেলে কোন তুলনাই হয় না। এই মুহূর্তে, এই কোম্পানির কাছে এমন অনেকগুলি প্ল্যান রয়েছে যেগুলি অন্যান্য কোম্পানিগুলির থেকে অনেকটা আলাদা। সব মিলিয়ে আপনি যদি সস্তার মধ্যে ইন্টারনেট চালাতে চান তাহলে জিওর থেকে ভালো প্ল্যান আপনি কোথাও দেখতে পাবেন না। বর্তমানে এই কোম্পানির কাছে দুটি প্ল্যান রয়েছে, যেখানে আপনি খুব সস্তায় ইন্টারনেট চালাতে পারবেন। চলুন তাহলে এই প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio সাম্প্রতিক সময়ে বাজারে এই ধরনের অনেক রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে, যেখানে ব্যবহারকারীরা প্রতিদিন ৫জিবি করে ডেটা পাচ্ছেন। এর কারণে প্রতিদিন অতিরিক্ত ডাটা প্যাক কেনার প্রয়োজনও নেই। এই ডেটা প্ল্যানগুলির মাধ্যমে, আপনারা ইন্টারনেটের চাহিদা পূরণ করতে পারেন খুব সহজে। এছাড়াও, যারা বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানগুলি আরও উপকারী৷

৬৯৯ টাকার এই প্ল্যান

প্রথমে জিওর ৬৯৯ টাকার প্ল্যানের কথা বলা যাক। এতে প্রতিদিন ৫জিবি করে ডেটা পাওয়া যাচ্ছে। জিওর এই বিশেষ প্ল্যানের বৈধতা ২৮ দিন। অর্থাৎ এই ২৮ দিনে আপনারা ১৪০ জিবি ইন্টারনেট পেয়ে যাবেন। এছাড়াও Jio Cinema, Jio TV, Jio ক্লাউড পরিষেবা আপনি বিনামূল্যে পেয়ে যাচ্ছেন এই প্ল্যানের সঙ্গে।

২০৯৯ টাকার প্ল্যান

দ্বিতীয় পরিকল্পনাটি ২০৯৯ টাকার, যেখানে প্রতিদিন ৫ জিবি করে ডেটা পাওয়া যায় এবং বৈধতা ৮৪ দিন। এছাড়াও, প্ল্যানের সঙ্গে ১৪ দিনের অতিরিক্ত বৈধতাও পাওয়া যায়। এই প্ল্যানের বিশেষ বিষয় হল এই প্লান ব্যবহার করলে আপনি অতিরিক্ত ১৪ দিনের জন্যও ইন্টারনেট পেয়ে যাবেন। অর্থাৎ মোট ৭০ জিবি ইন্টারনেট আপনি বিনামূল্যে পাচ্ছেন। অর্থাৎ দেখতে গেলে সবমিলিয়ে আপনি ৫৩৮ জিবি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন ৮৪ দিনের জন্য। শুধু তাই নয়, জিওর সমস্ত অতিরিক্ত সুবিধাও আপনি পাচ্ছেন একেবারে বিনামূল্যে। ফলে আপনার ইন্টারনেট নিয়ে কোন রকম সমস্যা হবে না।