Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তাড়াতাড়ি আনইন্সটল না করলে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা হতে পারে, সতর্কবার্তা দিয়েছে Google

Updated :  Wednesday, August 21, 2024 3:51 PM

আপনারা হয়তো মাঝেমধ্যেই নিজের ফোনে নতুন নতুন কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন যা অনেক সময় আনইন্সটল করতে হয়। ইন্সটল করার পরে আপনি বুঝতে পারেন না সেই অ্যাপ দিয়ে আপনি কি কাজ করবেন বা কতটা প্রয়োজনে লাগবে আপনার সেই অ্যাপ। কিন্তু আনইন্সটল করার পরেও এমন অনেক ফাইল সেই অ্যাপ্লিকেশন আপনার ফোনে তৈরি করে দেয় যার মাধ্যমে কিন্তু হ্যাকাররা খুব সহজে আপনার ফোন অ্যাক্সেস করতে পারবে। ইতিমধ্যেই সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ব্যাপারে একটা সতর্কবার্তা জারি করেছে গুগল। শুধু ফোন করার জন্য আজকাল আর কেউ স্মার্টফোন ব্যবহার করেন না, এখন স্মার্টফোন ব্যবহার করেন চ্যাট মিটিং সমস্ত কাজের জন্যই। তাই ফোন হ্যাক হয়ে গেলে আপনাকে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন অ্যাপ্লিকেশন থেকে আপনাকে সতর্ক থাকতে হবে।

এই সমস্ত অ্যাপ এর থেকে দূরে থাকুন

সম্প্রতি ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এর মালিকানা সংস্থা মেটা দাবি করেছিল, ফোনের মধ্যে থাকা কিছু এডিটিং অ্যাপের মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য জেনে নিতে পারছিলেন। রিপোর্ট দাবি করে, বেশ কিছু এমন অ্যাপ রয়েছে যেগুলো এডিটিং এর জন্য কাজে লাগে এবং সেগুলো কিন্তু গুগল প্লে স্টোরে রয়েছে এবং অনেকেই এই অ্যাপ ব্যবহার করেন। তবে সেই সমস্ত এপ্লিকেশন খুব একটা সুবিধের নয় কারণ একদিকে এই সমস্ত অ্যাপ্লিকেশন চীনের, এবং দ্বিতীয়তঃ এই সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু একটা সুরক্ষার ভয় রয়েছে। গুগল প্লে স্টোরে থাকা এরকম কয়েকটি এপ্লিকেশনের মধ্যে রয়েছে – বিউটিপ্লাস-ইজি ফটো এডিটর, বিউটিক্যাম, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, বি৬১২- বিউটি অ্যান্ড ফিল্টার, সুইট স্ন্যাপ-এর মতো কয়েক ডজন অ্যাপ এখনও রয়েছে। এই অ্যাপগুলো ডাউনলোডও করে রেখেছেন লাখ লাখ ইউজার। এছাড়াও কিছু চিনা অ্যাপ যেগুলো ভারত সরকার ব্যান করে দিলেও অনেকে এখনও পর্যন্ত ফোনে ইন্সটল করে রেখেছেন।

ম্যালওয়ার পাঠাতে পারে এই সমস্ত অ্যাপ

এবারে মেটার মতই একটি নতুন রিপোর্ট জারি করল গুগল। এই নতুন রিপোর্টের মাধ্যমে এই সংস্থা জানিয়ে দিয়েছে, এই সমস্ত ফটো এডিটিং অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে বিভিন্ন রকমের ভাইরাস পাঠিয়ে দেয়, যার মাধ্যমে আপনার ফোনের সমস্ত তথ্য কোন একজন হ্যাকারের কাছে পৌঁছে যায়। এই সমস্ত অ্যাপ্লিকেশনের মধ্যে অনেকগুলিকে ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে গুগল প্লে স্টোর থেকে। কিন্তু অনেক ব্যবহারকারী এখনও পর্যন্ত এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে রেখেছেন। তাই কোন অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এবং কখন ইন্সটল করতে হবে সেগুলো কিন্তু আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে। যদি আপনি সেগুলো মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনার জন্যই বিষয়টা সমস্যার হয়ে উঠতে পারে।