Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বর্ষবরণের নতুন আনন্দ, আতসবাজির ঝলকানিতে গুগল ডুডল নব সাজে সজ্জিত

শ্রেয়া চ্যাটার্জি : আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, কিছুক্ষণ পরেই আমরা ২০১৯ কে টাটা বাই বাই জানাবো। গ্রহণ করে নেব ২০২০ সাল কে। মেতে উঠবে গোটা পৃথিবী। বারোটার ঘরে কাটা…

Avatar

শ্রেয়া চ্যাটার্জি : আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, কিছুক্ষণ পরেই আমরা ২০১৯ কে টাটা বাই বাই জানাবো। গ্রহণ করে নেব ২০২০ সাল কে। মেতে উঠবে গোটা পৃথিবী। বারোটার ঘরে কাটা যেতে না যেতেই শব্দবাজি, আতস বাজিতে সেজে উঠবে গোটা বিশ্ব। নতুন বছরকে বরণ করে নেওয়া হবে। পুরনো সবকিছুকে বাক্সবন্দী করে নতুনকে গ্রহণ করা। নতুন সাজে সেজে উঠবে পৃথিবী। নতুন সাজগোজ থেকে পার পাইনি গুগল ও। গুগল সেজে উঠেছে বর্ষবরণের নতুন আনন্দে। আতসবাজির ঝলকানিতে গুগল একেবারে নব সাজে সজ্জিত।

সবাই যখন সেজে উঠছে তখন গুগল কেনই বা সাজবে না! উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম নববর্ষের আনন্দএ আহ্লাদিত। ২৫ শে ডিসেম্বর বড়দিন পড়তে না পড়তেই সমস্ত জায়গায় শুরু হয়ে যায় সাজো সাজো রব। নববর্ষের তোড়জোড় করা শুরু হয়ে যায়, শুরু হয়ে যায় কাউন্টডাউন। আর কটা দিন পরেই নববর্ষ। কিন্তু এখন থেকে হাতে আর মাত্র কয়েক ঘন্টা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : আজই শেষ দিন, আর কাজ করবে না WhatsApp এই ফোনগুলিতে

কোথাও আগে, কোথাও পরে বারোটা বাজতে না বাজতেই শুরু হয়ে যাবে ২০২০ সাল। পুরোনো দুঃখের স্মৃতি কে তুলে রেখে আনন্দের স্মৃতি টাকে বহন করে নিয়ে আমরা স্বাগত জানাব ২০২০ সাল কে। আমাদের সাথে সাথে গুগল ও নতুন সাজে সেজে স্বাগত জানাবে নতুন বছরকে।

About Author