Gori Nagori Dance: নীল স্যুটে মঞ্চে নাচলেন গোরি নাগোরি, এটা দেখে মানুষ শিস দিল

গোরি নাগরী মানেই চরম সাহসিকতা সে কথা নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হয় না। বিগত কয়েক বছর ধরে বারবার সে কথা প্রমাণ করেছেন এই হরিয়ানভি নৃত্যশিল্পী। আপনারা নিশ্চয়ই জানেন,…

Avatar

গোরি নাগরী মানেই চরম সাহসিকতা সে কথা নিশ্চয়ই আজকের দিনে দাঁড়িয়ে বলে দিতে হয় না। বিগত কয়েক বছর ধরে বারবার সে কথা প্রমাণ করেছেন এই হরিয়ানভি নৃত্যশিল্পী। আপনারা নিশ্চয়ই জানেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় গোরি নাগরীর কোন ডান্সের ভিডিও শেয়ার করা হলে তা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এর পেছনে মূল হাতিয়ার হিসেবে কাজ করে গোরি নাগরীর হট পারফরম্যান্স।

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় চিত্রটা বেশ পরিবর্তন হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই শুধুমাত্র হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রী নয়, বরং চাইলে যে কেউ নিজের কর্ম দক্ষতার মাধ্যমে ভাইরাল হতে পারেন মিডিয়া পড়ায়। আপনারা জানলে অবাক হবেন, বিগত কয়েক বছরে এমন একাধিক সাধারণ যুবতী সোশ্যাল মিডিয়ার সেন্সেশনে পরিণত হয়েছে নিজেদের কর্মকান্ডের মাধ্যমে।

আর সোশ্যাল মিডিয়ায় সাহসী পারফরমেন্সের কথা উঠলে সবার প্রথমে যাদের নাম উঠে আসে তারা হলেন হরিয়ানভি নৃত্যশিল্পীরা। যারা এক দশকেরও বেশি সময় ধরে খোলা স্টেজে বিনোদন দিয়ে আসছেন দর্শকদের। স্বপ্না চৌধুরী, সুনিতা বেবী, রচনা তিওয়ারি কিংবা গোরি নাগরী, প্রত্যেকেই নিজের সাহসিকতার মাধ্যমে পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে।

সম্প্রতি হট গোরি নাগরীর একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে ইন্টারনেট পাড়ায়। গায়ক রাহুল পুথির বিখ্যাত গান ‘যোগি’-তে অনবদ্য কায়দায় পারফরম্যান্স করতে দেখা গেছে এই হরিয়ানভি নৃত্যশিল্পীকে। যেখানে তাকে নীল স্যুটে সাহসী স্টেপ করতে দেখা গেছে। হাতে সময় থাকলে নিচে দেওয়া লিংকে গিয়ে এক্ষুনি দেখে ফেলুন সেক্সি গোরি নাগরীর অনবদ্য পারফরমেন্স-

About Author