নিউজ

LPG Gas Cylinder: মাত্র ৪৫০ টাকাতেই মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার, শুধু করুন এই ছোট্ট রাজ

Advertisement

জ্বালানির দাম বেড়ে চলেছে পাল্লা দিয়ে। রান্নার গ্যাসের দাম দেখেও চিন্তা বাড়ছে আমজনতার। তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছেন তারাই জানে এখানে অনেকটাই কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন গ্রাহকরা। এবার এই প্রকল্পে ৪৫০ টাকা দিয়ে পাওয়া যাচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডার। এর জন্য গ্রাহকদের করতে হবে ছোট্ট একটি কাজ। বর্তমানে রেশন দোকানেও কেওয়াইসির সুবিধা করে দেওয়া হয়েছে সরকারের তরফে।

অনেক গ্যাস এজেন্সিরেন্সির কাছেই প্রায় দেড় লক্ষ গ্রাহক রয়েছে উজ্জ্বলার। জেলায় প্রায় ১ লাভ ৪৫ হাজার পরিবার রয়েছে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার দ্বারা উপকৃত হন। এর মধ্যে আবার ৩২ হ্যারি পরিবারের এখনো জন আধার করানো হয়নি। এই সমস্ত পরিবার গুলিতে বিনামূল্যে রানার ঘ্যাসের কানেকশন দৈবদলেওয়ার বদলে, রেশন দোকানে কেওয়াইসির সুবিধা দিতে সরকার।

এই পরিবারগুলির কাছে সরকারের অনুরোধ, এলপিজি আইডিকে জন আধারের সঙ্গে যুক্ত করে কেওয়াইসি সম্পূর্ণ করার। রেশন ডিজেলের কেওয়াইসি করাতে সরকারের তরফে কেওয়াইসি প্রতি ৫ টাকা করে নির্ধারণ করা হয়েছে সরকারের তরফ। যারা উজ্জ্বলা যোজনায় গ্যাস পেয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে সরকারের জন আধারের সঙ্গে কেওয়াইসি করানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। তবেই মাত্র ৪৫০ টাকার মধ্যে দেওয়া হবে গ্যাস সিলিন্ডার।

উল্লেখ্য, ২০১৬ সালে দেশের পিছিয়ে পড়া মহিলাদের জন্য এই প্রকল্পের সূত্রপাত করে কেন্দ্রীয় সরকার। এই বিশেষ প্রকল্পের মাধ্যমে দেশের অনগ্রসর মহিলারা বিনামূল্যে পেয়ে থাকেন এলপিজি গ্যাসের কানেকশন। দেশ জুড়ে বহু মহিলা এই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের প্রতিটি ঘরে ঘরে যাতে জ্বালানি পৌঁছে যায় তা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের প্রতি উপভোক্তাকে বছরে ভর্তুকি সহ ১২ টি এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এই প্রকল্পে সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ছাড় পেয়ে থাকেন উপভোক্তারা।

Related Articles

Back to top button