রাজ্য রাজনীতিতে রাজ্য-রাজ্যপাল সংঘাত এখন প্রতিনিয়ত হয়ে গেছে। রাজ্যের অরাজকতার বিরুদ্ধে সুর তুলতে যেমন সুযোগ ছাড়েন না রাজ্যপাল ঠিক উল্টোদিকে শাসকদল রাজ্যপালের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করে। এবারও রাজ্যপাল ফের টুইট করে কাঠ গড়ায় তুললেন রাজ্য সরকারকে। তিনি জানিয়েছেন রাজ্য সরকার প্রশাসনের রাজনীতিকরণ করছে। রাজ্য সরকারের প্রশাসনিক দপ্তর কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করার কথা না। কিন্তু রাজ্য সরকার নিজেদের প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্ত IPS আধিকারিকদের পুনঃনিয়োগ করছে বলে দাবি রাজ্যপালের।
এদিন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ফের রাজ্য সরকারের সাথে টুইট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তিনি গতকাল টুইটে কি তালিকা প্রকাশ করে দাবি করেছেন, রাজ্য সরকার তার নিজের রাজনৈতিক প্রভাব বজায় রাখতে অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিকদের পুনঃনিয়োগ করছে। তৃণমূল সরকার নিজেদের সুবিধার জন্য এ কাজ করছে বলে অভিযোগ রাজ্যপালের। এর ফলে নতুন আইপিএস অফিসাররা কাজ করার সুযোগ পাচ্ছেন না। রাজ্যপাল এদিন টুইটে অবসরপ্রাপ্ত ১৯ জন আইপিএস আধিকারিক এর নাম ও পদমর্যাদা প্রকাশ করেছেন।
https://twitter.com/jdhankhar1/status/1338042760914378753?s=20
রাজ্যপাল বলেছেন প্রশাসনের রাজনীতিকরণ করছে তৃণমূল সরকার। তার প্রকাশিত তালিকায় সবার উপরে আছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা রিনা মিত্র। এই তালিকার মধ্যে বেশির ভাগ ১৯৮৫ সালের আইপিএস ব্যাচের প্রাধান্য দেখা গেছে। রাজ্যপাল সব জানিয়ে দিয়েছেন এই প্রবণতা গণতন্ত্রের কাছে প্রবল চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে।
রাজ্যপাল টুইট করার সাথে সাথে দাবি করেছেন রাজ্যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে পুরোপুরি। আর তার প্রমাণ এই প্রতিনিয়ত টুইট করে শাসকদলকে কাঠগড়ায় তোলেন তিনি। অন্যদিকে তৃণমূল রাজ্যপালের টুইটের পাল্টা জবাব দিয়ে বলেছে, “রাজ্যপাল রাজ্য প্রশাসন নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে তার এক্তিআরের বহির্ভূত কাজ করছে। দিল্লির প্রভুদের নজরে আসতে এরকম লাগাতার করে যাচ্ছেন তিনি।”