গতকাল আইপিএলের প্রথম প্লে-অফ ম্যাচে শক্তিশালী গুজরাটের বিপক্ষে মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে গুজরাটকে ১৫ রানের ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে মহেন্দ্র সিং ধোনির দল। আমরা আপনাদের জানিয়ে রাখি, এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংস একমাত্র দল যারা সবচেয়ে বেশি বার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। ১৪ বার আইপিএলে অংশ নিয়ে ১২ বার প্লে-অফ এবং ১০ বার ফাইনাল খেলার কৃতিত্ব রয়েছে দলটির অধীনে।
গতকাল আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাটের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে চেন্নাই সুপার কিংস। ওপেনিং জুটিতে ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে দুর্দান্ত শুরু করলেও মিডল ওর্ডারে ব্যাট হাতে চরম ব্যর্থ হয় চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। মূলত, ঋতুরাজ গায়কোয়াডের ৪৪ বলে ৬০ রান এবং ডেভন কনওয়ের ৩৪ বলে ৪০ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ওভার ব্যাটিং শেষে চেন্নাই সুপার কিংস ১৭২ রান সংগ্রহ করে।
এদিকে ১৭৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মহেন্দ্র সিং ধোনির পরিকল্পনায় দিশেহারা হয়ে পড়ে গুজরাট টাইটান্স। একের পর এক উইকেট হারিয়ে এক প্রকার চেন্নাইয়ের সামনে আত্মসমর্পণ করে দলটি। দলের জন্য শুভমান গিলের ৪২ রানের ইনিংস এবং রশিদ খানের ৩০ রানের ইনিংস ছাড়া বাকি সবাই ব্যাট হতে চরমভাবে ব্যর্থ হন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে সব কয়টি উইকেট হারিয়ে গুজরাট ১৫৭ রানে থেমে যায়। ফলে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় মহেন্দ্র সিং ধোনির জন্য চেন্নাই সুপার কিংস।
people will only target Virat Kohli and his fans but will go blind when it comes to them, as soon as MS Dhoni got out, toxic fans started given slangs to Mohit Sharma 🤡#CSKvsGT #GTvCSK pic.twitter.com/GHMPOCev3k
— Akshat (@AkshatOM10) May 23, 2023
তবে এত কিছুর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটি লজ্জাজনক ঘটনা। গতকাল ১৯তম ওভারে ব্যাটিং করতে নামেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় মহেন্দ্র সিং ধোনির সামনে বোলিং করছিলেন গুজরাটের মোহিত শর্মা। ১৯ তম ওভারের পঞ্চম বলটা ঢিমেগতির করেন মোহিত। বলটা ধোনির ‘র্যাডার’-র কিছুটা দূরে থাকার কারণে কাট শর্ট খেলতে যান মাহি। তবে বলটা শূন্যে উঠে যায় এবং কভারে সহজ ক্যাচ ধরেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আর এরপরেই মহেন্দ্র সিং ধোনির ভক্তদের দ্বারা ব্যক্তিগত আক্রমণের শিকার হন মোহিত শর্মা। এক নেটিজেন বলে, ‘যে তোকে তৈরি করল, তাকেই আউট করে দিলি। সাপ তুই, সাপ।’ অপর এক নেটিজেন বলে, ‘যে বাবার থেকে খাবার খেতিস, তার সঙ্গেই গদ্দারি করলি?’ স্বাভাবিক ভাবে এই বিষয়টি বর্তমানে সংবাদ শিরোনামে উঠে এসেছে।