খেলাক্রিকেট

CSK Vs GT: চোখ-কান বন্ধ করে শুধু ‘গায়ের জোরে’ শর্ট মারার চেষ্টা! দুবেদের ব্যাটিং দেখে ক্ষুব্ধ ধোনি

গতকাল গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে ১৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস।

Advertisement

গতকাল আইপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী গুজরাট এবং চেন্নাই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফলে অনিচ্ছার সত্ত্বেও ব্যাটিং করতে নেমে মোটের উপর চেন্নাই সুপার কিংসের ওপেনিং ব্যাটসম্যানরা শুরু করেছিলেন ভালোই। তবে এক প্রান্তে ঋতুরাজ গায়কোয়াড় রানের ঝড় তুললেও অন্য প্রান্ত থেকে একের পর এক ব্যাটসম্যানরা ড্রেসিংরুমে ফেরার প্রতিযোগিতায় নাম লেখান।

আর তাতেই ক্ষোভ উগড়ে দেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর পর্বে যোগদান করে বলেন,” শুরুটা ভালো হলেও আমাদের মধ্যভাগের ব্যাটসম্যানরা নিজেদের সেরা পারফরমেন্স করতে পারেননি। মনে হচ্ছিল, শর্ট মারার জন্য তারা গায়ের জোরের উপর বেশি নির্ভর করছেন। টেকনিক ভুলে গায়ের জোরের উপর নির্ভর করার জন্যই আমরা আমাদের লক্ষ্য থেকে ১৫-২০ রান কম করেছি। জানতাম শেষে কুয়াশার জন্য আমাদের কিছুটা বেশি রান করা প্রয়োজন। তবে সেই লক্ষ্য পূরণে আমরা সক্ষম হয়নি।”

আপনাদের জানিয়ে রাখি, গতকাল গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ বলে ৯২ রানের বিস্ফোরক ইনিংসের সুবাদে ১৭৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিংস। তবে মধ্যভাগে ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়ে মহেন্দ্র সিং ধোনির মন ভেঙেছেন অভিজ্ঞ ক্রিকেটার আম্বাতি রাইডু এবং শিবম দুবে। দুজনেই গায়ের জোরে ব্যাটিং করতে গিয়ে মাঝপথে চেন্নাই সুপার কিংসকে বিপদের মুখে ঠেলে দেন। ফলে শক্তিশালী গুজরাটের বিপক্ষে লড়াই করার জন্য প্রয়োজন মত রান তুলতে পারেনি দলটি। অন্যদিকে, রশিদ খানের বিধ্বংসী ব্যাটিংয়ের উপর নির্ভর করে ৫ বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হার্দিক পান্ডিয়ার দল।

Related Articles

Back to top button