Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেউলিয়া ঘোষণার ২৪ ঘণ্টা আগে তুলে নেওয়া হয় ২৬৫ কোটি, উঠে এলো চাঞ্চল্যকার তথ্য

Updated :  Saturday, March 7, 2020 7:01 PM

দেউলিয়ার পথে ইয়েস ব্যাঙ্ক। গতকালই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছিল যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ইয়েস ব্যাঙ্ককে কিনে নিতে পারে। ইয়েস ব্যাঙ্কের শেয়ারের মূল্য কমতে কমতে ১৬ টাকাতে এসেছে। নানা রকমের তথ্য বেরিয়ে আসছে এই ইয়েস ব্যাঙ্ককে কেন্দ্র করে।

এর মধ্যেই এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তা হল গতকাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণার আগের দিন গুজরাটের একটি সংস্থা ইয়েস ব্যাঙ্ক থেকে ২৬৫ কোটি টাকা তুলে নিয়েছিল। এই সংস্থার নাম হল – ভদোদরা স্মার্ট সিটি ডেভেলপমেন্ট কোম্পানি। এই সংস্থার টাকা তোলার পরই ইয়েস ব্যাঙ্কের থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা মাসে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়।

আরও পড়ুন : ইয়েস ব্যাংক : ৪৯ শতাংশ শেয়ার নেওয়ার ঈঙ্গিত SBI-এর

ভদোদরা পুরসভার কমিশনার মারফত এই খবরটি এসেছে। তিনি বলেছেন যে কেন্দ্রীয় অনুদান বাবদ প্রাপ্ত টাকা রাখার জন্যই এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করা হয়েছিল। এই ব্যাঙ্কের ভরাডুবির মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমজনতাকে আশ্বস্ত করে বলেছেন যে তাদের টাকা সুরক্ষিত থাকবে এবং ইয়েস ব্যাঙ্কের কর্মীদের এক বছরের জন্য টাকা দেওয়া হবে।