বিগত বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছেন হরভজন সিং। হোক ভাল ক্রিকেটের জন্য কিংবা সমালোচনা মূলক কাজের জন্য। তবে এবার হরভজন সিংয়ের সাথে সংবাদ শিরোনামে উঠে আসলেন ভারত তথা বিশ্বের সবচেয়ে ধনী মহিলা নিতা আম্বানি। এমনিতেই ফ্যাশন এবং ঔদার্যের জন্য সর্বদা সংবাদ শিরোনামে থাকেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি। তবে এবার সংবাদমাধ্যমে জায়গা পেলেন অন্য কারণে।
আইপিএলের ফাইনাল জিতে অবাক কাণ্ড করে বসেছিলেন ভারতের তারকা স্পিনার হরভজন সিং। ভরা সমাবেশে ট্রফির মত করে নিতা আম্বানিকে কোলে তুলে নিয়েছিলেন হরভজন সিং। যে ভিডিও দেখতে না দেখতে রীতিমতো ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। যে ভিডিওতে দেখা গেছে, চ্যাম্পিয়ন হওয়ার পর ভরা জনসম্মুখে নিতা আম্বানিকে কোলে তুলে নিয়েছেলেন হরভজন সিং। পাশে তার ছেড়ে আকাশ আম্বানি দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করেছিলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রসঙ্গটি আলোচ্য বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এর কারণ অবশ্য হওয়ার কিছুই নয়, এশিয়ার তথা বিশ্বের অন্যতম সেরা ধনী ব্যক্তি মুকেশ আম্বানির স্ত্রী নিজের শৌখিনতার জন্য সর্বদা সোশ্যাল মিডিয়া জুড়ে থাকেন। প্রতিদিনই কোন না কোন খবরের শিরোনাম জুড়ে থাকেন তিনি। শুধু এখানেই শেষ নয়, বর্তমানে আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে কর্মরত হরভজন সিং বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আর এই কারণে তিনিও সংবাদমাধ্যমের শীর্ষস্থান দখল করে রয়েছেন। প্রসঙ্গত, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নাম উঠলেই মালকিন নিতা আম্বানি এবং অবসরপ্রাপ্ত ক্রিকেটার হরভজন সিংয়ের নাম উঠে আসে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside