ক্রিকেটপ্রেমীদের জন্য রোমাঞ্চকর অপেক্ষার প্রহর গুনছে গোটা উপমহাদেশ। এশিয়া কাপ ২০২৫-এর সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, রবিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দুই দেশের এই দ্বন্দ্ব সব সময়ই বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, তবে এবারে নজরের কেন্দ্রে রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া।
অলরাউন্ড দক্ষতার ভরসা
হার্দিক পাণ্ডিয়াকে টিম ইন্ডিয়ার সবচেয়ে কার্যকরী অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। তিনি যেমন ব্যাট হাতে ভয়ঙ্কর, তেমনই বল হাতেও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন। নম্বর-৬ ব্যাটসম্যান হিসেবে তাঁর চার-ছক্কার ঝড় প্রতিপক্ষকে মুহূর্তের মধ্যে ব্যাকফুটে ঠেলে দেয়। অন্যদিকে বোলিংয়ের সময় ১৪০ কিলোমিটার গতির বল প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে একাই ম্যাচের মোড় ঘোরানোর ক্ষমতা রাখেন এই অলরাউন্ডার।
পাকিস্তানের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব
ঐতিহাসিকভাবে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে হার্দিকের পেস আক্রমণ কার্যকর ভূমিকা নিতে পারে। আবার ভারতের ইনিংসে মধ্য ও শেষ ওভারে তাঁর ব্যাটিং ক্ষমতা দলকে জয়ের পথে নিয়ে যেতে সক্ষম। সেই কারণে তাঁকে বলা হচ্ছে “গেম চেঞ্জার”।
পরিসংখ্যানই প্রমাণ করছে দক্ষতা
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়া ইতিমধ্যেই ভারতের অন্যতম ভরসাযোগ্য নাম। এখন পর্যন্ত ১১৫টি ম্যাচে তিনি ২৭.৮৮ গড়ে করেছেন ১৮১২ রান, যেখানে রয়েছে পাঁচটি হাফ-সেঞ্চুরি। শুধু তাই নয়, বল হাতেও তিনি সমান কার্যকর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৯৪ উইকেট। অর্থাৎ, উইকেটের অনন্য সেঞ্চুরি থেকে তিনি মাত্র ছয়টি উইকেট দূরে। এই রেকর্ড ম্যাচে ভাঙা সম্ভব বলেই আশা করছে ক্রিকেট মহল।
ফিল্ডিংয়েও অদ্বিতীয়
ব্যাট এবং বলের পাশাপাশি ফিল্ডিংয়েও হার্দিকের দক্ষতা অনস্বীকার্য। দ্রুত রান-আউট তৈরি করা হোক বা কঠিন ক্যাচ ধরা—প্রতিটি ক্ষেত্রে তিনি দলের জন্য বাড়তি সুবিধা এনে দেন। এর ফলে তিনি পূর্ণাঙ্গ অলরাউন্ডারের তালিকায় নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
ভক্তদের প্রত্যাশা
ম্যাচের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাঁদের বিশ্বাস, এবারের ভারত-পাকিস্তান লড়াইয়ে তিনিই হতে পারেন ভারতের জয়ের মূল কারিগর। অনেকের মতে, তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই ভারতকে এশিয়া কাপের পথে এগিয়ে নিয়ে যাবে।














A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’