Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

তিন কেন্দ্র উপনির্বাচনে দলের জয়ের উচ্ছ্বাসে হরিণঘাটা

Updated :  Saturday, November 30, 2019 8:10 AM

মলয় দে,  নদীয়া : নগরউখরা বাজারে হরিনঘাটা বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে ধন্যবাদ জ্ঞাপন মিছিলে উপস্থিত মাননীয় চঞ্চল দেবনাথ ও যুব তৃণমূল কংগ্রেসের দলীয় সভাপতি মাননীয় দেবাশিস গাঙ্গুলী, হরিনঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় গৌতম কীর্তনীয়া সহ দলীয় কর্মী-সমর্থকরা। সবুজ আবির, মিষ্টিমুখ সহ সাধারণ মানুষের মধ্যেও খুশির আনন্দ ফাক করলো এলাকার তৃণমূল নেতৃত্ব।

দেবাশীষ গাঙ্গুলী জানান, “মুখ্যমন্ত্রীর প্রতি সাধারণ মানুষের অগাধ ভালোবাসা বিশ্বাস ভক্তি, তাই এই জয় মুখ্যমন্ত্রীর হয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে খুশি ছড়িয়ে দেওয়ায় আমাদের কাজ।” চঞ্চল দেবনাথ বলেন ধর্ম বিভেদকারী সাম্প্রদায়িক শক্তির পরাজয়। গৌতম কীর্তন এর কথা অনুযায়ী এনআরসির বিরুদ্ধে রায় দিয়েছে মানুষ।