নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে ডলি শর্মা কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি বলিউডের গানের সাথে তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিও।
‘আই ভিলেজ মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে ২ বছর আগে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে ডলি শর্মাকে জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত অভিনীত ‘খলনায়ক’ ছবির হিট গান ‘চোলি কে পিছে কেয়া হে’এর তালে স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে। তার সাথে স্টেজের উপর উঠে এসে নেচেছেন দর্শকরাও। তার এই পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত দর্শকরাও উপভোগ করেছেন, তা ভিডিও দেখেই স্পষ্ট হয়েছে।
ভিডিওতে ডলি শর্মাকে কালো রঙের সালোয়ার কামিজে দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর দর্শকদের সাথে নাচ্ছিলেন তিনি। উল্লেখ্য বলিউডের গানটি যে বেশ উপভোগ করেই নাচ্ছিলেন তিনি, তা ভিডিওতে তাকে দেখেই স্পষ্ট হয়েছে। পাশাপাশি ডলি শর্মার নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ২ বছর আগের এই ভিডিওটি পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। আর এই ভিডিওর সূত্র ধরেই চর্চায় ডলি শর্মা।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement