ক্রমেই চড়ছে পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে এর মাঝেও স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার ও বুধবার ঘন্টায় ৭০ কিমি বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
সন্ধের পর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙ এই জেলাগুলোতেও। আজ কলকাতাতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ আছে। তবে ভ্যাপসা গরম রয়েছে। কলকাতাতে গতকাল বৃষ্টি হয়নি।