সুপার সাইক্লোন আমফানের প্রভাবে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত। যার ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবন্দী হয়ে রয়েছে মানুষজন। এমনিতেই করোনার জন্য কয়েকমাস ধরেই মানুষ ঘরবন্দি। তার মধ্যে আমফানের প্রকোপ এবং ঝড়ের সাথে তীব্র ভারী বৃষ্টিপাত।
করোনার ভয় মানুষকে ঘরের মধ্যে আটকে রাখাটা বেশ কষ্টকর হলেও, ঘূর্ণিঝড় আর বৃষ্টিপাতের চোখ-রাঙানিতে মানুষ একেবারে গৃহবন্দী হয়ে পড়েছে তা বলাই বাহুল্য। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর একেবারে মিলে যায় পুঙ্খানুপুঙ্খ ভাবে। পূর্বাভাস অনুযায়ী, উত্তর দিনাজপুরে ঝড়ের সাথে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল।
বুধবার সারা রাতের পরেও বৃহস্পতিবারও উত্তর দিনাজপুরের আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টি আসছিলো। সাথে ছিল দমকা দাপুটে হাওয়া। একেবারে মানুষকে গৃহবন্দী করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। করোনা ভাইরাস যা করতে পারেনি শেষ পর্যন্ত ষোলোকলা পূর্ণ করলো ঘূর্ণিঝড় আমফান।