Hero Hf Deluxe: ৭৮ kmpl মাইলেজ দেবে Hero কোম্পানির এই বাইক, দামও সাধ্যের মধ্যে, জানুন বিস্তারিত
ভারতীয় মার্কেটে এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টে ব্যাপক জনপ্রিয় Hero Hf Deluxe
বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। আর আজকালকার দিনে একাধিক কোম্পানি মধ্যবিত্তদের কথা মাথায় রেখে বিভিন্ন বাজেট মূল্যের বাইক ভারতীয় বাজারে লঞ্চ করছে। এই বাজেট মূল্যের বাইকের তালিকায় সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় হিরো কোম্পানিটি। এই কোম্পানিগুলির কম মূল্যের বাইকেও অসাধারণ সমস্ত ফিচার এবং ব্যাপক মাইলেজ পাওয়া যায়। কোম্পানিটির Hero HF Deluxe বাইকটি ব্যাপক জনপ্রিয় যারা বাজেট মূল্যের মধ্যে বাইক কিনতে চান তাদের জন্য।
৭৮kmpl মাইলেজ দেবে Hero Hf Deluxe
Hero HF Deluxe বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন আছে। বাইকটির ইঞ্জিন ৮০০০ rpm এ ৭.৯১ bhp পাওয়ার ও ৬০০০ rpm এ ৮.০৫ Nm টর্ক উৎপন্ন করে। বাইকের দুই চাকায় ড্রাম ব্রেক আছে ও সেইসাথে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিষ্টেম (IBS) কাজ করে। এছাড়া এই বাইকে ডিজিটাল অ্যানালোগ ইনস্ট্রুমেন্ট, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ইউএসবি চার্জিং পোর্ট ইত্যাদি আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। এই বাইকটি ৭০-৮০kmpl মাইলেজ দিতে পারে।
Hero Hf Deluxe বাইকের দাম
এবার আসা যাক বাইকের দাম প্রসঙ্গে। এই Hero HF Deluxe ভারতীয় মার্কেটের সবথেকে বাজেট রেঞ্জের বাইক। এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টে সকলের মন জয় করেছে এই বাইকটি। বাইকের বেস কিক-স্টার্ট ভেরিয়েন্টের দাম মাত্র ৫২,০০০ টাকা থেকে শুরু এবং এর টপ মডেল সেলফ-স্টার্ট ডিস্ক ব্রেক মডেলের দাম প্রায় ৬৪,০০০ টাকা। এই বাইকের সাথে কঠোর প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বাজাজ সিটি ১০০, টিভিএস স্পোর্টস এবং হোন্ডা সিডি ১০০ ইত্যাদি বাইক। আপনি এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টে বাইক কিনতে চাইলে অবশ্যই Hero HF Deluxe সমন্ধে ভাবতে পারেন।