টেক বার্তা

এবার বাইক চালাতে খরচ শূন্য, জনপ্রিয় বাইক এবার ইলেকট্রিক ভার্সনে, এক চার্জে চলবে ৪০০ কিমি – Hero Splendor Electric

ভারতের দুই-চাকার বাজারে বহু বছর ধরে গ্রাহকদের ভরসার নাম হিরো স্প্লেন্ডার। কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী—প্রায় প্রতিটি বাড়িতেই এই বাইক দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনের পথে হেঁটে এবার নতুন পদক্ষেপ নিতে চলেছে হিরো মোটোকর্প। সংস্থার পরিকল্পনা, জনপ্রিয় স্প্লেন্ডারকে ইলেকট্রিক সংস্করণে আনা হবে বাজারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ডিজাইনে পুরনো, ফিচারে আধুনিক

খবরে জানা গিয়েছে, আসন্ন হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকটি দেখতে অনেকটা আগের ক্লাসিক স্প্লেন্ডারের মতোই হবে। তবে প্রযুক্তি ও ফিচারে যোগ হবে আধুনিকতা। থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্ট ডিসপ্লে, এলইডি হেডলাইট এবং টেললাইট। এছাড়াও রাইড মোড, রিজেনারেটিভ ব্রেকিং, মোবাইল চার্জিং পোর্টের মতো ফিচারও দেওয়া হতে পারে।

ইঞ্জিনের বদলে ব্যাটারির জোর

এটি হবে হিরোর প্রথম ইলেকট্রিক বাইক। সংস্থার তরফে দাবি, ডাবল ব্যাটারি প্যাকের কারণে একবার ফুল চার্জে বাইকটি সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। সঙ্গে টিউবলেস টায়ার ও ডুয়াল ডিস্ক ব্রেক যোগ হবে বাড়তি নিরাপত্তার জন্য। অনেকেই বলছেন, পেট্রলের খরচ এড়াতে এবং পরিবেশবান্ধব চলাচলের জন্য এই নতুন সংস্করণ গ্রাহকদের কাছে আকর্ষণীয় বিকল্প হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

রঙে নয়া বৈচিত্র্য

ক্রেতাদের রঙের পছন্দ মাথায় রেখে একাধিক কালার অপশনে আনা হবে বাইকটি। যেমন—লাল-কালো, কালো-ধূসর, কালো-নীল, সিলভার-গ্রে-কালো ইত্যাদি। প্রতিটি ভ্যারিয়েন্টেই ডিজাইনে কিছু আধুনিক টাচ থাকলেও ক্লাসিক স্প্লেন্ডারের ছোঁয়া বজায় থাকবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

দাম কত হতে পারে?

অফিসিয়ালি দাম ঘোষণা করা হয়নি। তবে শিল্পমহলের অনুমান, নতুন স্প্লেন্ডার ইলেকট্রিকের এক্স-শোরুম প্রাইস প্রায় ৯৯,০০০-এর কাছাকাছি হতে পারে। ইলেকট্রিক স্কুটার ও বাইকের দামে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করাই হিরোর লক্ষ্য হতে পারে।

কেন গুরুত্বপূর্ণ এই লঞ্চ?

ভারতের ইলেকট্রিক টু-হুইলার মার্কেট দ্রুত বেড়ে চলেছে। এই সময়ে হিরো স্প্লেন্ডারের মতো বহুল জনপ্রিয় মডেলের ইলেকট্রিক রূপ বাজারে এলে গ্রাহকদের কাছে এটি বিশেষ আকর্ষণ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দৈনন্দিন যাতায়াতে জ্বালানি খরচ বাঁচানোর পাশাপাশি পরিবেশবান্ধব দিকটিও অনেককে টানবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles