Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একবার চার্জ দিলে চলবে ২৪০ কিমি, বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দিচ্ছে Hero

Updated :  Sunday, September 17, 2023 10:02 PM

বৈদ্যুতিক বাইকের বাজারে ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে সংস্থাগুলি বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি তৈরিতেও নিযুক্ত রয়েছে। বৈদ্যুতিক গাড়ির চাহিদার কথা মাথায় রেখে ইলেকট্রিক বাইক ও স্কুটি তৈরির ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে দেশের বৃহত্তম দুই চাকার বাইক নির্মাতা হিরো মোটোকর্প। হিরো মোটোকর্প সর্বাধিক বিক্রিত বাইক হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক লঞ্চ করেছে। এখন দেখার বিষয় হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকের দাম কত হবে এবং এই ইলেকট্রিক বাইকের রেঞ্জ কত হবে।

হিরো মোটোকর্প এখন তাদের সবচেয়ে জনপ্রিয় বাইক হিরো স্প্লেন্ডারকে নতুন স্টাইলের বৈদ্যুতিক বাইক হিসেবে নিয়ে আসতে যাচ্ছে। এ জন্য প্রতিষ্ঠানটি এখন বাইকটিতে দুটি আলাদা ব্যাটারি প্যাক দিতে পারে। হিরো ইলেকট্রিক বাইকটিতে থাকতে পারে ৪ কিলোওয়াটের ব্যাটারি প্যাক, অন্যটিতে থাকতে পারে ৮ কিলোওয়াটের ব্যাটারি প্যাক। বাইকটিকে শক্তিশালী করতে সর্বোচ্চ ৯ কিলোওয়াট পাওয়ার মোটর দেওয়া যেতে পারে। মহারাষ্ট্রভিত্তিক গোয়া ওয়ান সংস্থা এই বাইকটির জন্য বৈদ্যুতিক কিট তৈরি করে। বৈদ্যুতিক বাইক এবং একই সংস্থা বৈদ্যুতিক হিরো স্প্লেন্ডারের জন্য কিট প্রস্তুত করছে। বর্তমান সময়ে এক জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক গাড়ি চার্জ করাটাই সবচেয়ে বড় সমস্যার বিষয়। এর পরিপ্রেক্ষিতে ইলেকট্রিক হিরো স্প্লেন্ডারে নতুন কিছু করেছে ব্যবস্থা করেছে কোম্পানি।

Hero splendor electric

ইলেকট্রিক হিরো স্প্লেন্ডারে ৪ কিলোওয়াট ক্যাপাসিটির ফিক্সড ব্যাটারি প্যাক দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এই বাইকটিতে বাড়তি স্টোর স্পেস দেওয়া হচ্ছে, যাতে ২ কিলোওয়াটের ব্যাটারি প্যাক ইনস্টল করা যায়। এতে করে বাইকটির রেঞ্জ ৫০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই প্যাকের আরেকটি ফিচার হলো, আপনি চাইলে বাইক থেকে সরিয়ে এই অতিরিক্ত স্টোরেজ দিয়ে ২ কিলোওয়াট পাওয়ার ব্যাটারি প্যাকটি চার্জ করতে পারবেন। ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাকটি আপনাকে ১২০ কিমি রেঞ্জ দেবর এবং ৬ কিলোওয়াট ব্যাটারি প্যাকের সাথে আপনি ১৮০ কিমি রেঞ্জ পাবেন। আর যদি ৭ কিলোওয়াট ব্যাটারি প্যাকটি চয়ন করেন তবে আপনি ২৪০ কিমি পরিসীমা পাবেন হিরো স্প্লেন্ডার ইলেকট্রিক বাইকে। এই বাইক কবে বাজারে আসবে তা বলা মুশকিল। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি।