টেক বার্তা

খেলা হবে, Bajaj-TVs এর ঘুম ছুটিয়ে বাজারে আসছে Hero Splendor-এর আরও পাওয়ারফুল মডেল

Advertisement

হিরো শীঘ্রই নতুন সংস্করণে বাজারে আনতে চলেছে তাদের অন্যতম জনপ্রিয় একটি বাইক। যতটা জানা যাচ্ছে, আগামী দিনে স্পোর্টস এডিশনে লঞ্চ করা হবে জনপ্রিয় বাইক হিরো স্প্লেন্ডার (Hero Splendor Sports)। নতুন আপডেট নিয়ে এই বাইকটি বাজারে নিয়ে আসতে চলেছে কোম্পানি। আপডেট হওয়া এই বাইকের ইঞ্জিনেও আপনি পরিবর্তন দেখতে পাবেন।

জানা গিয়েছে, নতুন স্মার্ট ফিচার নিয়ে সবার সমাকনে আসবে Hero Splendor Sports। মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই বাইকটি বাজারে আনা হবে। নতুন হিরো স্প্লেন্ডারের লুক সম্পর্কে যদি বলা হয় তাহলে আপনি এই বাইকটিতে খুব বেশি পরিবর্তন হয়তো দেখতে পাবেন না। এই বাইকটিতে ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং পোর্ট ও সাইড স্ট্যান্ড ইঞ্জিন, কাটঅফ ও কল, এসএমএস অ্যালার্ট সহ রিয়ার টাইম মাইলেজ রিডআউটের মতো ফিচার পেয়ে যেতে পারেন।

Hero splendor sports

এই বাইকটিতে আপনি আগের বাইকের তুলনায় কিছুটা আপডেট ভার্সনের ইঞ্জিন দেখতে পাবেন। কোম্পানির জনপ্রিয় এই কমিউটার বাইকটিতে রয়েছে এয়ার কুল্ড প্রযুক্তি নির্ভর সিঙ্গেল সিলিন্ডার ৯৭.২ সিসি ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বোচ্চ ৭.৯ বিএইচপি পাওয়ার এবং সর্বোচ্চ ৮.০৫ নিউটনমিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই বাইকটিতে একটি আধুনিক আই৩এস ইঞ্জিন স্টার্ট/স্টপ সিস্টেম ইনস্টল করেছে কোম্পানি।

এই বাইকটির দাম সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। এই বাইকের আপডেটের সাথে সাথে আপনি এই বাইকের দামেও পরিবর্তন দেখতে পাবেন নিশ্চই। বর্তমানে বাজারে এই বাইকটির বেশ চাহিদা রয়েছে। আসন্ন Hero Splendor Sports হোন্ডা শাইন, বাজাজ প্লাটিনা এবং টিভিএস স্পোর্টের মতো গাড়ির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে সরাসরি।

Related Articles

Back to top button