টেক বার্তা

৭০ কিমি মাইলেজের সঙ্গে বাজারে নতুন Hero Super Splendor, পাবেন ১ হাজার ৭০০ টাকার EMI

হিরো সব সময় ভারতীয়দের বিভিন্ন চাহিদা বুঝে বাইক তৈরি করেছে। Hero Super Splendor XTEC প্রিমিয়াম স্টাইল এবং নতুন ফিচারের চমৎকার মিশ্রণ নিয়ে এসেছে।

Advertisement
Advertisement

হিরো মোটোকর্প ভারতের বিখ্যাত টু-হুইলার কোম্পানি। হিরো সব সময় ভারতীয়দের বিভিন্ন চাহিদা বুঝে বাইক তৈরি করেছে। Hero Super Splendor XTEC প্রিমিয়াম স্টাইল এবং নতুন ফিচারের চমৎকার মিশ্রণ নিয়ে এসেছে। স্মার্ট বডি লাইন এবং নতুন লুকের কারণে বাইকটি তরুণ এবং বৃদ্ধ উভয়ই পছন্দ করে।

Advertisement
Advertisement

Hero Super Splendor XTEC ফিচার

এই বাইকটির বিশেষ ফিচার হচ্ছে এর অল-এলইডি হেডল্যাম্প। গাড়িটিতে বিভিন্ন লো-বিম এবং হাই-বিম লাইট রয়েছে যা রাতে নিরাপদে রাইডিং করতে সাহায্য করে। সুপার স্প্লেন্ডার XTEC-তে রয়েছে এমন অনেক ফিচার যা রাইডিংকে আরও সুন্দর করে তুলেছে। এতে রয়েছে সম্পূর্ণরূপে ডিজিটাল স্ক্রিন যা তাৎক্ষণিক তথ্য প্রদর্শন করে। যাতে রাইডার তার বাইক সম্পর্কে সবকিছু জানতে পারবেন। এই যানটিতে ব্লুটুথ কানেকটিভিটি ফিচার রয়েছে যাতে আপনি আপনার ফোনটি সংযোগ করে কল ও বার্তাগুলি দেখতে পারেন। একটি ইউএসবি চার্জারও দেওয়া হয়েছে যা আরও স্বাচ্ছন্দ্য প্রদান করে।

Advertisement

XTEC পারফরম্যান্স

এবার আসা যাক এই বাইকটির পারফরমেন্স নিয়ে। হিরো সুপার স্প্লেন্ডার XTEC এর পারফরম্যান্স হিরো মোটোকর্পের জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। বাইকটিতে রয়েছে ১২৪.৭ সিসি এয়ার কুলড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ৭৫০০ আরপিএমে ১০.৮৪ পিএস পাওয়ার দেয়। এই কারণে, এই বাইকটি দৈনন্দিন ভ্রমণ এবং দীর্ঘ যাত্রার জন্য দুর্দান্ত। ইঞ্জিনটি ৬০০০ আরপিএমে ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করে। একই সঙ্গে বাইকটিকে নিয়ন্ত্রণ করাও খুব সহজ।

Advertisement
Advertisement

Hero Super Splendor XTEC features and EMI

Hero Super Splendor XTEC-এর দাম

এখন আপনি যদি এই বাইকটির প্রাথমিক মূল্যের কথা বলেন, তাহলে এর বাইকটির দাম ড্রাম ভেরিয়েন্টে ৮৫ হাজার ১৮৭ টাকা থেকে শুরু হচ্ছে এবং ডিস্ক ভেরিয়েন্টটি ৮৯ হাজার ৩২৮ টাকা (এক্স-শোরুম)-তে পাওয়া যাচ্ছে। এই বাইকটি একাধিক কালার এবং অপশনে পাওয়া যায়।

Related Articles

Back to top button