Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hero Vida V1: মাত্র ১৩ হাজার টাকায় পেয়ে যান Hero কোম্পানির ১১০ কিলোমিটার মাইলেজের ইলেকট্রিক স্কুটার, কিনতে পারেন ফ্লিপকার্ট থেকেই

Updated :  Thursday, June 29, 2023 10:33 PM

বিদ্যুৎ চালিত স্কুটার চালাতে চাইছেন? এবারে আপনার সেই স্বপ্ন পূরণ করতে চলেছে হিরো। সম্প্রতি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখে ফেলেছে সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটার Hero Vida V1. এই ইলেকট্রিক স্কুটারটি আপনি ন্যূনতম ১৩ হাজার টাকার মাসিক ইএমআই দিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন। ফুল চার্জ দিলে এই স্কুটার আপনাকে ১১০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। তার পাশাপাশি দেওয়া হয়েছে সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি। যার ফলে আগামী দিনে আপনি ব্যাটারি বদলেও নিতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারে। আর এই পুরো সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন বাড়িতে বসে।

এই ইলেকট্রিক স্কুটার টিতে আপনি পাবেন ডুয়াল টোন কালার। এছাড়াও থাকছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ এবং ওয়াইফাই কানেকশন এবং মোবাইল থেকে স্কুটারের যাবতীয় পারফরম্যান্স এবং স্ট্যাটাস দেখার সুবিধা। এই ইলেকট্রিক স্কুটারে আপনি পেয়ে যাবেন কল এবং এসএমএস অ্যালার্ট এবং অন্যান্য সমস্ত সুবিধা। আপনারা পেয়ে যাবেন ইউএসবি চার্জিং ফিচার এবং তার সাথেই থাকবে একটি নেভিগেশন ফিচার। মিউজিক কন্ট্রোল থেকে শুরু করে ক্রুজ কন্ট্রোল সবকিছু থাকবে এই ইলেকট্রিক স্কুটার।

প্যাসেঞ্জারদের পা রাখার জন্য একটি ফুট রেস্ট রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। এখানে আপনি পেয়ে যাবেন ২৬ লিটার আন্ডার সিট স্টোরেজ। এছাড়াও থাকবে একটা বিশাল বড় বুটস্পেস অর্থাৎ জিনিসপত্র বহন করার একটা বিশাল জায়গা। ডিস্ক এবং ড্রাম ব্রেকের সুবিধাযুক্ত এই ইলেকট্রিক স্কুটারে ফাস্ট চার্জিং প্রযুক্তি দেওয়া হয়েছে। শূন্য থেকে আশি শতাংশ চার্জ হতে মাত্র ৬৫ মিনিট সময় লাগে এই ইলেকট্রিক স্কুটারের। ১১০ কিলোমিটার যাত্রা করতে পারবে এই ইলেকট্রিক স্কুটার যদি আপনি একবার এই স্কুটার চার্জ দিয়ে দেন। সর্বাধিক ৮০ কিলোমিটার পর্যন্ত গতি আপনি দেখতে পাবেন এই ইলেকট্রিক স্কুটারে। ফ্লিপকার্ট থেকে এই ইলেকট্রিক স্কুটার আপনি বুক করতে পারবেন এবং এর দাম শুরু হচ্ছে ১.২৬ লক্ষ টাকা থেকে। ১.২৮ লক্ষ টাকা পর্যন্ত এই ইলেকট্রিক স্কুটারের দাম পৌঁছতে পারে।