টেক বার্তা

টিউন করলে আরও পাওয়ারফুল হবে হিরোর নতুন এই বাইক, আসছে Hero Xtreme 125R

Advertisement

বছরের পর বছর ধরে হিরো মোটোকর্প তার নামের প্রতি সুবিচার করে চলেছে। ভারতীয় বাজারে কমিউটার টু-হুইলার সেগমেন্টে আধিপত্য বজায় করে রেখেছে হিরো। বাজেট বাইকের পাশাপাশি প্রিমিয়াম বিভাগেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে সংস্থাটি সম্প্রতি হার্লে ডেভিডসন এক্স ৪৪০ এবং এক্সট্রিম ১৬৯ আর ৪ ভি চালু করেছে। এই দুই বাইক প্রিমিয়াম সেগমেন্টে থাকা বাইক হলেও অনেকেই কিনতে পারবেন। কারণ হিরো মোটোকর্প সবার আগে দেশের মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা মাথায় রাখে। আগামী দিনে চমক আরও বাকি রয়েছে বলে আশা করা হচ্ছে।

Hero Xtreme 125R

জয়পুরে হিরো মোটোকর্পের সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড টেকনোলজিতে সম্প্রতি আরও দুটি মডেল পরীক্ষা করতে দেখা গেছে। হিরো শিগগিরই তার এক্সট্রিম সিরিজ এক্সট্রিম ১২৫ আর বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এক্সট্রিম ১৬০ আর এর মতো একই এলইডি হেডল্যাম্প ডিজাইন ছাড়াও এটি একটি নতুন আকারে বড় ফুয়েল ট্যাঙ্ক, স্প্লিট গ্রাব রেল এবং স্প্লিট সিট সহ বাজারে ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।

এতে হিরো গ্ল্যামার ১২৫-এর মতো পাওয়ারট্রেন থাকবে বলে অনেকের অনুমান। ১২৪.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন যুক্ত গ্ল্যামার ১২৫ ৭,৫০০ আরপিএম-এ ১০.৭২ বিএইচপি এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে বলে মনে করা হচ্ছে। এক্সট্রিম ১২৫ আর আরও শক্তি এবং টর্ক উত্পাদন করতে টিউন করা যাবে। এটি বাজাজ পালসার এনএস ১২৫ এবং টিভিএস রেইডারের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বী করতে পারবে।

Related Articles

Back to top button