Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

চাবুক ফিগার অভিনেত্রী হিনা খানের! নিজেই ফাঁস করলেন ফিটনেস মন্ত্র

Updated :  Saturday, March 13, 2021 3:31 PM

অভিনেত্রী হিনা খান (Hina khan) সিরিয়ালের পরিচিত মুখ হলেও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’। বিগ বসের ঘরে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল হিনার স্টাইলিশ নাইটসুট। এই প্রসঙ্গে হিনা নিজেই বলেছেন, তিনি একশো আশিটি নাইটসুট নিয়ে গিয়েছিলেন বিগ বসের ঘরে। চলতি বছর ‘বিগ বস-14′-এও সিনিয়র হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন হিনা। হিনার সহনশীলতা ও প্রতিযোগীদের সঙ্গে নম্র ব্যবহার তাঁকে প্রশংসনীয় করে তুলেছিল। হিনার তুখোড় স্টাইলের জন্য হিনা ভারতের টপ মোস্ট স্টাইলিশ মহিলাদের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছেন।

হিনা বরাবর ফিটনেস সচেতন। ‘অক্ষরা’ থেকে ‘বিগ বস’-এর জার্নিটা নেহাত সহজ ছিল না। সিরিয়ালে অভিনয়ের সময় হিনার শরীরে যে বাড়তি ফ্যাট ছিল তা ঝরিয়ে এখন তিনি নির্মেদ। প্রায়ই নিজের ফিটনেস রেজিমের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হিনা। নিজের যোগা ও জিম ইন্সট্রাক্টরের পরামর্শ মেনে হিনা ব্যায়াম করেন বলে জানিয়েছেন হিনা নিজেই।

সম্প্রতি হিনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে হিনাকে নীল রঙের জিমের পোশাকে দুই হাতের উপর ভর দিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ব্যালান্স করতে দেখা যাচ্ছে। ভাইরাল হয়েছে তাঁর পাইলেটস-এর ছবিও।