দিল্লি : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে চলেছে ভারত। এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে প্রত্যেকটিতেই জয় পেয়েছে। দেখার বিষয় আজও সেই ধারা অব্যাহত থাকে কিনা। এই ম্যাচে অনেকগুলো রেকর্ড ভাঙতে চলেছেন দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মা।
ভারতীয়দের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯৮ টি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাই রোহিত শর্মা এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার একটি রেকর্ড করতে চলেছেন। এছাড়াও রোহিত শর্মা বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলির থেকে মাত্র ৭ রান পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাই বিরাট কোহলির এই রেকর্ডটিও তিনি ভাঙতে চলেছেন দিল্লিতে।













A$AP Rocky Appears to Confirm Marriage to Rihanna, Calls Himself a ‘Loving Husband’