Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Holi 2023: জমজমাট পার্টিতে নাচলেন Anjali Arora, হোলিতে সবার মেজাজ নষ্ট করলেন উরফি জাভেদ (VIDEO)

বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। 'কাঁচা বাদাম' খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি…

Avatar

বর্তমানে অঞ্জলি আরোরা আজকের প্রজন্মের কাছে অন্যতম পরিচিত মুখ। ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী তিনি। উল্লেখ্য গানের সাথে রিল বানিয়েই এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার। সেই শোয়ের পরেই তার একটি এমএমএস ভিডিও ভাইরাল হয়। অবশ্য সেই নিয়ে মিডিয়াতে কম চর্চা হয়নি। একাংশের মাঝে একাধিক কু-মন্তব্যও শুনতে হয়েছিল তাকে। তবে সেইসময় এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এই গোটা এমএমএসের ব্যাপারটি ষড়যন্ত্র করে করা হয়েছে। এডিট করেই সেই ভিডিওতে তার মুখ বসানো হয়েছিল বলেই জানিয়েছিলেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি।

তবে এই মুহূর্তে সকলের পাশাপাশি এই দুই সোশ্যাল সেনসেশনও হোলির মেজাজে রয়েছেন। ‘ভাইরাল ভয়ানী’র ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকেই সেই সমস্ত ঝলক শেয়ার করে নেয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেখানে একেবারে হোলির মেজাজে দেখা গিয়েছে অঞ্জলি আরোরাকে। এদিন সাদা কুর্তি ও ব্ল্যাক প্যান্টি ছিলেন অভিনেত্রী। হোলির গানে মঞ্চ থেকেই সকলের সাথে আনন্দে মেতে উঠেছিলেন তিনি। এদিন পাপারাজিৎদের ক্যামেরার সামনেও দেখা দিয়েছিলেন তিনি। পাপারাজিৎদের মাধ্যমেই সকলকে হোলির শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি। বলাই বাহুল্য, এই মুহূর্তে অভিনেত্রীর এই ঝলক যে সকলের নজর কেড়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

অঞ্জলি অরোরার হোলি লুক নজর কাড়লেও উরফি এদিনেও সকলকে চমকে দিয়েছেন নিজের সম্প্রতিক সাজের সূত্র ধরে। এদিন আবির উড়িয়েই সাদা বিকিনিতে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। হালকা মেকাপে একটু অন্যভাবেই সেট করেছিলেন চুল। অবশ্য তার ঝলক শেয়ার করে নেওয়া ভিডিওতেই মিলবে। তবে হোলির দিনে অভিনেত্রীর এই বেশ পছন্দ হয়নি বেশিরভাগেরই, সেই ঝলক রয়েছে কমেন্টবক্সেই।

About Author