করোনা পরিস্থিতিতে আগামী ৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেই অনুষ্ঠানের প্রস্তুতিতেই এখন ব্যস্ত অযোধ্যা। ৫ আগস্টের এই ভূমি পূজার জন্য হুগলির ত্রিবেণী সঙ্গম থেকে রবিবার পবিত্র জল পাঠানো হল রাম জন্মভূমি অযোধ্যাতে।
গঙ্গা, কুন্তি ও সরস্বতী নদীর সঙ্গমস্থল এই ত্রিবেণী। ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পূজায় অন্যতম প্রয়োজনীয় উপকরণ হিসেবে কাজে লাগবে এখানকার পবিত্র জল। তাই রবিবার বিশ্ব হিন্দু পরিষদের হুগলি জেলা শাখার পক্ষ থেকে এই ত্রিবেণী সঙ্গম থেকে পবিত্র জল তুলে পাঠানো হলো অযোধ্যায়। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ।
এদিন সকাল সকাল জেলার বিভিন্ন প্রান্ত থেকে ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছান বিজেপির কার্যকর্তা-সহ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের বিপ্লব অধিকারী, সুশান্ত মল্লিক ও আরএসএস সদস্য বীরেন পাল, আশিস মণ্ডল। সকলে একসঙ্গে নৌকায় চড়ে তিনটি নদীর সঙ্গমস্থলে গিয়ে ঘট ভরে জল তুলে আনেন। পরে নদী ঘাটে ফিরে পূজার্চনা শেষ করে পিতলের ঘট ভর্তি পবিত্র জল নিয়ে যাওয়া হয় কলকাতার বিশ্ব হিন্দু পরিষদের মুখ্য কার্যালয়ে। সোমবার সকালে সেখান থেকে অযোধ্যায় পাঠানো হয় ত্রিবেণী সঙ্গমের পবিত্র জল।