দুর্দান্ত ডিজাইনের সাথে অবিশ্বাস্য ফির্চাস, ইলেকট্রিক সেগমেন্টে দামদার স্কুটার লঞ্চ করতে চলেছে Honda
ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, লক সিস্টেমের মত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।
জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে বিগত কয়েক বছর ধরে দেশের বাজারে বেড়েছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। বিশেষ করে ইলেকট্রিক ফোর হুইলার এবং স্কুটার বিক্রির পরিমাণ বেড়েছে চোখে পড়ার মতো। বিষয়টি উপলব্ধি করতে পেরে ইতিমধ্যে Ola, Bajaj-এর মত সংস্থাগুলি চিরাচরিত পেট্রোল ইঞ্জিনের গাড়ি নির্মাণের পাশাপাশি ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। ভারতের বাজারে মূলত এই দুটি সংস্থার গাড়ি অধিকাংশ মার্কেট দখল করে রেখেছে। তবে এবার সেই অংশে প্রবল দাবিদারিত্ব পেশ করতে নিজেদের লেটেস্ট ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে Honda। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, হোন্ডার এই ইলেক্ট্রিক স্কুটারের দাম এবং অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
প্রথমেই আমরা আপনাদের বলি, জাপানি গাড়ি নির্মাণ সংস্থা হোণ্ডা ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝিতে ভারতের বাজারে লঞ্চ করবে নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার Honda Activa 7G। যদিও বাজারে লঞ্চ করার পূর্বে এর একাধিক বৈশিষ্ট্য এবং দাম প্রকাশ্যে এসেছে। যা দেখার পর ক্রয় করার জন্য লাইন দিতে শুরু করেছেন গ্রাহকরা। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ই জানুয়ারি বাজারের সেরা ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করা হবে।
যদি নতুন এই ইলেকট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এর রাইডিং অভিজ্ঞতা ভালো করার উদ্দেশ্যে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করণ করা হয়েছে। এর ডিজাইন সম্পর্কে বলতে গেলে, এটি বেশ স্টাইলিশ এবং আধুনিক। এতে এলইডি হেডলাইট, টেললাইট এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে, যা আপনাকে আরও ভালো দৃশ্যমানতা এবং নিরাপত্তা প্রদান করবে। নতুন হোন্ডার এই ইলেকট্রিক স্কুটারে 12 ইঞ্চি অ্যালয় হুইল প্রদান করা হয়েছে। যা দুর্দান্ত গ্রিপের সাথে আরামদায়ক রাইড উপহার দেবে গ্রাহকদের। এছাড়া ডিজিটাল স্পিড মিটার, ওডোমিটার, লক সিস্টেমের মত অত্যাধুনিক প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারে।
যদি শক্তিশালী এই স্কুটারের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে গ্রাহকরা চাইলে নানা ধরনের বিকল্প রঙে ক্রয় করতে পারবেন এই ইলেকট্রিক স্কুটারটি। তাছাড়া ব্যাটারী বিকল্পও বেছে নিতে পারবেন গ্রাহকরা। যদি বাজারের সেরা এই ইলেকট্রিক স্কুটারের দামের কথা বলি, সেক্ষেত্রে কোম্পানির তরফ থেকে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও মনে করা হচ্ছে, Honda Activa 7G ইলেকট্রিক স্কুটারের শোরুম মূল্য 80 হাজার টাকার কাছাকাছি হতে পারে।